লকডাউন ঘোষণা করতে বাধ্য হল তেলঙ্গানাও। মঙ্গলবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর জানাল, বুধবার থেকে আগামী ১০ দিনের জন্য লকডাউন থাকবে রাজ্যে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার লকডাউনের ঘোষণা করে রাও জানিয়েছেন, রাজ্যে বাড়তে থাকা সংক্রমণে রাশ টানতেই এই পদক্ষেপ। মঙ্গলবার সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ডও।
বুধবার সকাল ১০টা থেকে লকডাউন শুরু তেলঙ্গানায়। তবে লকডাউন চললেও সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত থাকছে ছাড়, জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। এই ৪ ঘণ্টায় রাজ্যবাসীর সবরকম জরুরি প্রয়োজন মিটিয়ে নেওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। আপাতত ২২ মে পর্যন্ত লকডাউন থাকবে রাজ্যে। মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। যদিও কিছু দিন আগে তেলেঙ্গানা সরকার জানিয়েছিল, লকডাউনের পথে কিছুতেই হাঁটবে না তারা। শেষে রাজ্যে বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদলাল সরকার।
অন্যদিকে ১৪ মে, শুক্রবার থেকে সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ডও। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউন শুরু হবে এই রাজ্যে। মুখ্যমন্ত্রী নেইফু রিও-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মঙ্গলবার এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সম্পূর্ণ লকডাউন থাকলেও ছাড় দেওয়া হবে জরুরি পরিষেবা এবং কৃষিকাজে।