পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী খুন,ধর্ষন, বাড়ি ও দোকান লুঠ থামছে না। বাংলায় হিংসার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ। রাস্তায় নেমে প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের। চুপ বাংলার মিডিয়া।
ভোটের পরে যে ভাবে গোটা বাংলা জুড়ে তৃণমূলের দুস্কৃতি রাজ চলছে এবং বিজেপি কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার বিজেপি কর্মী বাড়ি ছাড়া। জেলায় জেলায় অভিযোগ আসছে বিজেপি করার অপরাধে হাজার হাজার গ্রাম শূন্য। বিজেপি কর্মীদের বাড়ি ঘর লুঠ ও দোকান লুঠ করছে দুস্কৃতিরা। মমতার প্রশাসন চুপ। গতকাল এক সাংবাদিক সম্মেলনে মূখ্যমন্ত্রী বলেই ফেললেন বাংলায় কোন হিংসা হয়নি এর ফলে গোটা বাংলার মানুষ তথা গোটা ভারতে ও পৃথিবীর প্রবাসী ভারতীয়রা আশ্চর্য যে বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কত বড় মিথ্যুক। মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মিথ্যা কথা বলায় গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জর্জিয়া, আমেরিকা নাইজেরিয়া সহ বিভিন্ন দেশে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হয়েছে প্রবাসীরা। বিদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলেছে প্রবাসীরা তারা বাংলায় চলা হিংসার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে দায়ী করেছে।
ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গে হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া, হাজার হাজার বিজেপি কর্মীর বাড়ি ঘর ভাংচুর ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। ১৮ জনের বেশি বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। অসংখ্য মহিলা বিজেপির কর্মীকে ধর্ষনে করা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় হাজার হাজার বিজেপি কর্মীর বাড়ি লুঠ ও দোকান লুঠ কার হয়েছে।
এই প্রদর্শনকারী বলেন আমাদের এই প্রদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় ঘটে যাওয়া হিংসার বিরুদ্ধে হচ্ছে। বাংলার সরকার রাজ্যে হিংসা রুখতে ব্যর্থ হয়েছে। তারা এও জানান যে, বাংলার হিংসা নিয়ে অনেক মিডিয়া মুখ বুজে রয়েছে। মিডিয়ায় একাংশ এই হিংসার একটুকুও তুলে ধরছেন না মানুষের সামনে। পশ্চিমবঙ্গে এত বড় হিংসা হচ্ছে তবুও গোটা বাংলার মিডিয়া চুপ, যেন মুখে কুলুপ দিয়ে বসে আসে এই রকমই অভিযোগ তুলছেন লক্ষ লক্ষ ভারতবাসী।
ভোট পরবর্তী হিংসায় যে ভাবে গোটা বাংলা জুড়ে নারী নির্যাতন চলছে, যেভাবে মহিলাদের ধর্ষন করা হচ্ছে তবুও বাংলার মিডিয়া চুপ কেন প্রশ্ন তুলেছেন অনেকেই। এবং তারপরেও মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কী করে বলছেন বাংলায় কোন হিংসা হয়নি এই নিয়ে সমালোচনার ঝড় গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী খুন,ধর্ষন, বাড়ি ও দোকান লুঠ থামছে না। বাংলায় হিংসার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ। রাস্তায় নেমে প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের।