অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত বিশ্ব শর্মার, শুভেচ্ছা শাহ-মোদীর

অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। গতকাল, রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন হেমন্ত বিশ্বশর্মা। অসমের জনপ্রিয় মুখ হেমন্ত বিশ্বশর্মা দীর্ঘদিন ধরেই এই পদটির দাবিদার ছিলেন। হেমন্তের সঙ্গে অনেক মন্ত্রীও শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অংশ নিয়েছিলেন।

হেমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জনিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া হেমন্ত বিশ্বশর্মাকে তার নতুন যাত্রার জন্য অভিনন্দন। আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-এর নির্দেশনা এবং আপনার নেতৃত্ব অসম রাজ্যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির এক নতুন মানদণ্ড স্থাপন করবে। “

অমিত শাহ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছিলেন, “হেমন্ত বিশ্ব শর্মাকে এবং সমস্ত মন্ত্রীদের অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত যে এই দল অসমের উন্নয়নের পথ ত্বরান্বিত করবে এবং জনগণের চাহিদা পূরণ করবে।”

উল্লেখ্য ,দিল্লিতে অমিত শাহ – জেপি নাড্ডার সঙ্গে অসমের এই দুই হেভিওয়েট মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ম্যারাথন বৈঠকের হয়। সেখানেই সনোয়ালকে অসমের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ব্যাপারে রাজি করিয়ে ফেলেন নাড্ডা-শাহরা। সেই মত রবিবার গুয়াহাটির লাইব্রেরি অডিটোরিয়ামে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে বিজেপি বিধায়করা নিজেদের নেতা হিসেবে হেমন্তকেই নির্বাচন করেন।

হেমন্ত বিশ্বশর্মা ও সর্বানন্দ সনোয়ালের মধ্যেকার ঠান্ডা যুদ্ধের কথা রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে অজানা নয়। ভোটের প্রাক্কালে বিশ্বশর্মাকে একাধিকবার বলতে শোনা গিয়েছিল যে, মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ সেখানে কোনও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ছাড়াই ভোট যুদ্ধ হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.