পূর্বাভাস ছিলই। সেই মতো রবিবার দুপুর গড়াতেই কালো হয়ে এল আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। এই ঝড়-বৃষ্টির ফলে প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর সূত্রে খবর, কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও বীরভূমে হচ্ছে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতার কিছু জায়গায় অল্প জল জমেছে বলে খবর। তবে রবিবার ছুটির দিন হওয়াতে ও কোভিড বিধিনিষেধ থাকায় রাস্তায় লোকজন অন্যান্য দিনের থেকে কম। তবে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।
আরও পড়ুন
করোনা আক্রান্ত সন্ধ্যা রায়, তবে স্থিতিশীল অবস্থায় অভিনেত্রী
মৌসম ভবন জানিয়েছে, এ বার নির্দিষ্ট সময়েই দেশে বর্ষা ঢুকবে। সাধারণত ১ জুন ভারতে বর্ষা ঢোকে। এ বার সেই সময়েই বর্ষা আসবে বলে জানিয়েছে মৌসম ভবন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের বার্ষিক বৃষ্টির প্রায় ৭০ শতাংশ হয়ে যাবে বলেও জানিয়েছে মৌসুম ভবন। বাংলাতেও নির্দিষ্ট সময়, অর্থাৎ ৮ জুন নাগাদ বর্ষা ঢুকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।