আজ বিশ্ব যোগদিবস। সেই উপলক্ষ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে যোগব্যায়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যোগ দিবসে নেতৃত্ব দিতে উপস্থিত থাকবেন রাঁচিতে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোহতকে এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দিল্লিতে যোগানুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত লোকসভার স্পিকার পার্লামেন্ট হাউসের সামনে যোগ ব্যায়াম পালন করবেন।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি নেতৃত্বও মহাসমারোহে এই দিনটি সারা দেশ জুড়ে পালন করবে। বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা দীনদয়াল উপাধ্যায় মার্গের উল্টোদিকের পার্কে যোগদিবস পালন করবেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সংসদের গাঁধী মূর্তির পাদদেশে যোগ ব্যায়ামে বিরত থাকবেন।
সারাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও যোগ দিবস পালন করা হবে। রাজ্য সরকারের উদ্যোগে বিধান শিশু উদ্যানে যোগ দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া ভারতীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এছাড়াও কলকাতার রেড রোডে যোগদিবস পালন করবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।