কোভিড পরিস্থিতিতে বিশ্বের নানা দেশ থেকে সাহায্য পাচ্ছে ভারত। এবার ভারতে অক্সিজের সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়ে সাহায্য করল থাইল্যান্ড সরকার। থাইল্যান্ড থেকে শনিবার সকালে দিল্লিতে এসে পৌঁছয় বিশেষ বিমান, ওই বিমানে ছিল ২০০ অক্সিজেন সিলিন্ডার এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর। কোভিড পরিস্থিতিতে ভারতকে সাহায্যের জন্য ২০০ অক্সিজেন সিলিন্ডার এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে থাইল্যান্ড সরকার।
ভারতে করোনার বাড়বাড়ন্তের জন্য উদ্বিগ্ন থাইল্যান্ডে বসবাসকারী ভারতীয়রাও। থাইল্যান্ডে বসবাসকারী ভারতীয়রা পাঠিয়েছেন ১০০টি অক্সিজেন সিলিন্ডার এবং ৬০টি অক্সিজেন কনসেনট্রেটর। সবমিলিয়ে শনিবার ভারতে এসেছে ৩০০ অক্সিজেন সিলিন্ডার এবং ৭০টি অক্সিজেন কনসেনট্রেটর। করোনার জন্য উদ্ভুত এই কঠিন সময়ে থাইল্যান্ডের উপকারে ভারত কৃতজ্ঞ।
2021-05-08