রাজধানী-শতাব্দী এক্সপ্রেস সহ ২৮টি দূরপাল্লার ট্রেন বাতিল, দেখুন সম্পূর্ণ তালিকা

দেশজুড়ে মারণ ভাইরাসের গ্রাফ ক্রমে ঊর্ধ্বমুখী। দিনে দিনে রেকর্ড হারে মানুষজন করোনা আক্রান্ত হচ্ছেন। থেমে নেই মৃতের সংখ্যাও। এহেন সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক রাজ্য শরণাপন্ন হয়েছে কারফিউ-লকডাউনের। ফলস্বরূপ দেশে ট্রেন পরিষেবা নিয়ে ধন্দে পড়ে যাত্রীরা। রেলের তরফে পূর্বে একাধিকবার ট্রেন চলাচল স্বাভাবিক থাকার কথা বলা হলেও, এবার একে একে বাতিল হচ্ছে দূরপাল্লা থেকে লোকাল ট্রেনও। সেই তালিকায় এবার জুড়ল শতাব্দী, রাজধানী এবং দুরন্ত সহ একাধিক এক্সপ্রেস ট্রেন।

ভারতীয় রেলের তরফে এর আগে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল যাত্রী শূন্যতার জন্য। এবারও যাত্রীসংখ্যা কমে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল ২৮টি এক্সপ্রেস ট্রেন পরিষেবা। বৃহস্পতিবারই রেলের তরফে এটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে। গতবছর লকডাউনের সময় বাতিল হয়েছিল দেশে ট্রেন চলাচল। তারপর আনলক পর্বে একে একে সেই পরিষেবা স্বাভাবিক হতে শুরু করলেই, দেশে হানা দেয় মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ। যার ফলে তৈরি হয়েছে বিপর্যস্ত পরিস্থিতির। এক রাজ্য থেকে অন্যান্য একাধিক রাজ্যে যেতে গেলে লাগছে আরটি-পিসিআর রিপোর্ট। সাথে একাধিক রাজ্যে জারিও হয়েছে লকডাউন ও আংশিক লকডাউন।

এমন পরিস্থিতি করোনার ভয়ে স্বাভাবিক ভাবেই কমেছে যাত্রীর সংখ্যা। এমনকি করোনা আক্রান্ত হয়েছেন একাধিক রেল গার্ড ও চালক। ফলস্বরূপ ফের ২৮টি ট্রেন পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। ইতিমধ্যে ১৫ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে পূর্ব রেল এবং এরাজ্যেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি দূরপাল্লার ট্রেনে ওঠা যাত্রীদের জন্য থার্মাল চেকিংয়ের নির্দেশ জারি রয়েছে এরাজ্যে। সাথে যাত্রীদের সেচতন করতে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে গুলিতে বিজ্ঞাপনও সম্প্রচার করা হচ্ছে প্রতিনিয়ত।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে যাত্রীরা আগেই আন্দাজ করেছিল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কথা। তাই সংরক্ষিত টিকিট বাতিলের হিড়িকও পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। এবার রাজধানী, দূরন্ত, শতাব্দী এক্সপ্রেস সহ ২৮টি ট্রেন পরিষেবা বাতিল করল ভারতীয় রেল। এই ট্রেন পরিষেবা গুলি আগামী রবিবার ৯ মে থেকে বন্ধ হচ্ছে।

দেখুন সম্পূর্ণ তালিকা—-

১) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, ভোপাল এবং মধ্যপ্রদেশ
২) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, কেরালা এবং হরিয়ানা
৩) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, কেরালা এবং হরিয়ানা
৪) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, অমৃতসর এবং পাঞ্জাব
৫) শতাব্দী স্পেশাল -নয়া দিল্লি, দেরাদুন এবং উত্তরাখণ্ড
৬) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি এবং অমৃতসর
৭) শতাব্দী স্পেশাল -নয়া দিল্লি, কাঠগোদাম এবং উত্তরাখণ্ড
৮) শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি এবং চণ্ডীগড়
৯) জন শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি, দেরাদুন এবং উত্তরাখণ্ড
১০) জন শতাব্দী স্পেশাল – নয়া দিল্লি এবং হিমাচল প্রদেশ
১১) দুরন্ত স্পেশাল – নয়া দিল্লি, পুনে এবং মহারাষ্ট্র
১২) দুরন্ত স্পেশাল – নয়া দিল্লি, জম্মু এবং জম্মু ও কাশ্মীর
১৩) কোটা ডিডিএন স্পেশাল – নয়া দিল্লি, কোটা এবং রাজস্থান
১৪) রাজধানী স্পেশাল – নয়া দিল্লি, চেন্নাই এবং তামিলনাড়ু
১৫ ) রাজধানী স্পেশাল – নয়া দিল্লি, বিলাসপুর এবং ছত্তিশগড়
১৬) এনডিএলএস এক্সপ্রেস স্পেশাল – নয়া দিল্লি, কাতরা এবং জম্মু ও কাশ্মীর
১৭) ডিইই বিকেএন স্পেশাল – নয়া দিল্লি, বিকানের এবং রাজস্থান
১৮) শ্রী শক্তি স্পেশাল – নয়া দিল্লি, কাতরা এবং জম্মু ও কাশ্মীর
১৯) সৈনিক স্পেশাল – নয়া দিল্লি, জয়পুর এবং রাজস্থান
২০) ডিডিএন উৎসব স্পেশাল – নয়া দিল্লি, দেরাদুন এবং উত্তরাখণ্ড
২১) সিদ্ধাবালি পেশাল – নয়া দিল্লি এবং উত্তরাখণ্ড
২২) রেল মোটর স্পেশাল – কালকা হরিয়ানা, সিমলা এবং উত্তরাখণ্ড
২৩) উৎসব স্পেশাল – কালকা হরিয়ানা এবং সিমলা উত্তরাখণ্ড
২৪) হিমাচল এক্সপ্রেস স্পেশাল – নয়া দিল্লি এবং হিমাচল প্রদেশ
২৫) অয়াইএনআরকে-জাট স্পেশাল – হৃষীকেশ, জম্মু এবং জম্মু ও কাশ্মীর
২৬) হেমকুন্ত স্পেশাল – হৃষীকেশ উত্তরাখণ্ড, কাতরা এবং জম্মু ও কাশ্মীর
২৭) এসএএসএন-এফজেডআর এক্সপ্রেস স্পেশাল – মোহালি, পাঞ্জাব এবং ফিরোজপুর
২৮) বান্দে মাতরম স্পেশাল -নয়া দিল্লি, কাতরা এবং জম্মু ও কাশ্মীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.