ভোটের ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে পশ্চিম মেদিনীপুর এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ। সেখানে তাঁর গাড়ির উপর হামলা চালালো এক দল দুষ্কৃতী। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনায় এবার গর্জে উঠলেন কেন্দ্রের আরেক মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর । প্রকাশ জাভড়েকর এদিন সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলার নিরাপত্তা নিয়ে। বলেছেন, “যদি একজন মন্ত্রীর কনভয়ও আক্রান্ত হতে পারে, তাহলে বাংলায় কে নিরাপদ? এটা তো রাজ্য সরকারের মদতপুষ্ট অশান্তি।” ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে অপরাধীদের যথাযথ শাস্তির দাবিও জানিয়েছেন। মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বৃহস্পতিবার নবান্নে এসেছে কেন্দ্রীয় টিম। রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেই টিমের যখন বৈঠক চলছে তখনই কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের কনভয়ে হামলা চালানো হয়। এদিন মেদিনীপুরের পাঁচকড়ি এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন।আজ সকালে মেদিনীপুর থেকে ঘাটাল যাওয়ার পথে কোতওয়ালি থানার অন্তর্গত পাঁচখুরি এলাকায় আক্রান্ত হয়েছেন মুরলীধরণ। অভিযোগ, ইট ছুড়ে, বাঁশ দিয়ে মেরে ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি আহত হয়েছেন। আহত হয়েছেন কেন্দ্রীয়মন্ত্রীর গাড়ির চালকও।
2021-05-06