সংখ্যাতত্ত্ব শেষ কথা বলে না। বুধবার তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দলকে ২০০৬ সালের কথাও স্মরণ করান নন্দীগ্রামের বিধায়ক।
ক্ষমতায় আসার পর তৃণমূল সংখ্যাতত্ত্বের উদাহরণ দিচ্ছে। অবশ্য এটা নতুন ঘটনা নয়। সংখ্যাতত্ত্বের উদাহরণ বামফ্রন্ট সরকারও দিয়েছিল। তারপর বামফ্রন্ট সরকারের কি হয়েছিল সেটা সবার জানা। বামফ্রন্ট সরকারকে রাজ্যের মানুষের মন থেকে বিদায় দিয়ে দিয়েছিল। আপনারা ক্ষমতায় এসেছেন। সংখ্যাতত্ত্ব দেখিয়ে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে। এমনকি মানুষ খুন করছেন বলে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূলের অত্যাচারে নারীরাও ছাড় পাচ্ছেন না। ধর্ষণ থেকে শ্লীলতাহানি সবটাই চলছে। গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করবে বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। পাশাপাশি বিরোধী দলের ভূমিকা ভাবে পালন করা যায় তা ভালই যানে বিজেপি। বিরোধী দলে থেকে মানুষের জন্য বিজেপি লড়াই করবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।