হয়তো ভোটের ফলাফল ঘোষণার শুধু অপেক্ষা ছিল, ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকারের প্রত্যাবর্তন একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল, ঠিক তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল হিংসা। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপির নেতা, কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খুনও হয়েছেন অনেক বিজেপি কর্মী। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে শুরু হওয়া হিংসার প্রতিবাদে মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থানে প্রতিবাদ প্রদর্শন করল বিজেপি।
পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার মহারাষ্ট্রের নাগপুরে প্রতিবাদ প্রদর্শন করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। ফড়নবীশ টুইট করে লেখেন, এই অত্যাচার বন্ধ করার জন্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাচ্ছি। দোষীদের শাস্তির দাবি জানান দেবেন্দ্র ফড়নবীশ-সহ অন্যান্য বিজেপি নেতারা। রাজস্থান ও তামিলনাড়ুতে প্রতিবাদ প্রদর্শন করেন বিজেপি নেতারা। রাজস্থানে বিজেপি নেতা তথা রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর দোষীদের শাস্তির দাবি জানান।
2021-05-05