সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়

সাহিত্যিক
আশুতোষ মুখোপাধ্যায় (জন্মঃ- ৭ সেপ্টেম্বর, ১৯২০ – মৃত্যুঃ- ৪ মে, ১৯৮৯)

জন্ম ঢাকা শহরে। পিতা বিদ্যালয় পরিদর্শক পরেশ চন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা তরুবালা দেবী। পিতার সরকারী চাকরির কারণে তত্কালীন পশ্চিম ও উত্তরবাংলার অনেক স্কুল-কলেজে পড়াশুনা করেছিলেন। স্নাতক হয়েছেন হুগলী মহসিন কলেজ থেকে । পিতার সরকারী চাকরির কারণে বহু উচ্চ ও মধ্যবিত্ত পরিবার সম্পর্কে খুঁটিনাটি অভিজ্ঞতা ছিলো। চাকরিতে অনীহা ছিলো। প্রথম জীবনে এক-একে ন’টি চাকরিতে প্রবেশ এবং পরিত্যাগ। শেষে যুগান্তর সংবাদপত্রের সাহিত্য বিভাগে সম্পাদনার কাজে স্থিতি এবং কালক্রমে সম্পাদক হয়েছিলেন। বাইশ বছর বয়সে হঠাৎই লেখার প্রেরনা আসে। দীর্ঘ আট বছর বাদে স্বীকৃতির সূচনা হয়। এই সময়ে বিভিন্ন সংবাদপত্রে ফিচার-লেখক হিসাবে সুনাম অর্জন করেন। প্রথম জনপ্রিয় উপন্যাস ‘চলাচল’। তাঁর অনেক গল্প-উপন্যাস চলচ্চিত্রের সার্থক রুপায়িত হয়েছে। ‘পঞ্চতপা’ উপন্যাস ও ছায়াচিত্রের লেখক হিসাবে আরও উত্তরণ ঘটে তাঁর। বহু বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের কাহিনীকার ছিলেন তিনি। জনপ্রিয় সাহিত্যিকদের মধ্যে প্রথম সারির একজন। ছোটগল্পগ্রন্থ ও উপন্যাসের সংখ্যা শতাধিক। বহু উপন্যাস হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে। ভারতের প্রায় সর্বত্র ঘুরেছেন। উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো উননব্বই—প্রায় চল্লিশ বছর ধরে, জীবনের শেষতম দিনটি পর্যন্ত অবিরাম লেখনী-কর্ষণে উৎপন্ন হয়েছে বহুমুখী সোনালি ফসলের সম্ভার।

গ্রন্থ তালিকা
• পঞ্চতপা
• চলাচল
• কাল তুমি আলেয়া
• অন্য নাম জীবন
• অপরিচিতের মুখ
• আনন্দরূপ
• আবার আমি আসবো
• আরো একজন
• আশ্রয়
• একটি বিশ্বাসের জন্ম
• একাল ওকাল
• খনির নুতন মনি
• দিনকাল
• দুটি প্রতিক্ষার কারণে
• নগর পারে রূপনগর
• নিষিদ্ধ বই
• পিন্ডিদার গোপ্পো
• পিন্ডিদার পঞ্চবান
• পিন্ডিদার রিটায়ারমেন্ট
• পুরুশোত্তম
• বলাকার মন
• বাসকশয়ন
• মেঘের মিনার
• রূপেরহাটে বিকিকিনি
• লিডার বটে পিন্ডিদা
• শত রূপে দেখা
• সজনীর রাত পোহালো
• সবুজতরণ ছাড়িয়ে
• সিকেপিকেতিকে
• সোনার হরিণ নেই
• পরকপালে রাজা রানী
আরও অনেক।
………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.