ভোট গ্রহণ মিটতেই এবার ফলাফল। তামিলনাড়ুতে ২৩৪টি আসনের লড়াই মূলত মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী ও এমকে স্ট্যালিনের মধ্যে। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে শাসক দল এআইএডিএমকে। দুই প্রধান দলের সঙ্গেই জোট বেঁধে ময়দানে নেমেছে বিজেপি ও কংগ্রেস। শাসকদল এআইএডিএমকে-র সঙ্গে জোটে মোট ২০টি আসনে লড়েছে বিজেপি, অন্যদিকে ডিএমকে জোটে মোট ২৫ টি আসনে লড়াইয়ের ময়দানে নেমেছে কংগ্রেস।
অপরদিকে,কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩৫টি আসনের মধ্যে আবার দু’টি সংরক্ষিত। সেখানে কংগ্রেস জোট ইউপিএ (UPA) ও বিরোধীদের এআইএনআরসি (AINRC)-এর লড়াই।তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভা কেন্দ্রের সমস্ত আপডেট দেখুন এক নজরে –
সকাল ৯:২২: তামিলনাড়ুতে ডিএমকে ৪০ আসনে এগিয়ে। আইডিএমকে ২০ আসনে এগিয়ে। এমএনএম এগিয়ে ১ আসনে।
সকাল ৯:০০: পোস্টাল ব্যালট গণনায় তামিলনাড়ুতে ৩৫ আসনে এগিয়ে ডিএমকে।১২ আসনে এগিয়ে এআইডিএমকে।
সকাল ৮:৪১: পুদুচেরিতে ৫ সিটে এগিয়ে এনডিএ, ১ আসনে ইউপিএ।
সকাল ৮:৪০: তামিলনাড়ুতে ২০ আসনে এগিয়ে স্ট্যালিনের ডিএমকে। তবে কি কাজ করছে না জয়ললিতা,ইকে পালানিস্বামী ফ্যাক্টর।
সকাল ৮:৩৫: তামিলনাড়ুতে ১৩ আসনে এগিয়ে স্ট্যালিনের ডিএমকে।
সকাল ৮:২০: গণনা শুরু হতেই পুদুচেরিতে ৪ সিটে এগিয়ে এনডিএ| ১ আসনে ইউপিএ এগিয়ে।
সকাল ৮:১৫: গণনা শুরু হতেই তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে ৩টি সিটে। এআইডিএমকে এগিয়ে ১ সিটে।
সকাল ৮:০০: করোনা প্রটোকল মেনে শুরু হল ভোট গণনা প্রক্রিয়া