আর কিছুক্ষণের অপেক্ষা। তিন দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ বার সামনে আসবে ফলাফল। সকাল ৮টা বাজলেই শুরু হবে গণনা।অসমে মোট তিন দফায় মোট ১২৬টি আসনে ভোট গ্রহণ হয়েছে, সংখ্যা গরিষ্ঠতালাভে প্রয়োজন ৬৪টি আসন। আজই ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৪৬ জন প্রার্থীর।২০১৬ সালে অসম বিধানসভা ভোটে জয় পেয়েছিল বিজেপি। এবার সেই জয় ধরে রাখাই তাদের মূল চ্যালেঞ্জ। অসম নির্বাচনী ফলাফলের যাবতীয় আপডেটস দেখে নিন এক নজরে-
সকাল ৯:৪৮: অসমে বিজেপি ৩৯, বিজেপি ২৭ এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে।
সকাল ৯:২৮: অসমে ২৩টি আসনে এগিয়ে বিজেপি জোট, ১১টি আসনে কংগ্রেস জোট এবং ৪টি আসনে অন্যান্যরা এগিয়ে।
সকাল ৮:৫৫: অসমে ১২ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৫ আসনে ।
সকাল ৮:৩০: অসমে ৪ আসনে এগিয়ে বিজেপি
সকাল ৮:১৫: অসমে জোর টক্কর বিজেপি-কংগ্রেসের। ৩ সিটে এগিয়ে কংগ্রেস। ৩ সিটে এগিয়ে বিজেপি।
সকাল ৮:০০: করোনা প্রটোকল মেনে শুরু হল ভোট গণনা প্রক্রিয়া