গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। শনিবার এসবিআইয়ের পক্ষ থেকে সুদের হার কমানোর বিষয়ে জানানো হয়েছে। আজ অর্থাৎ ১ মে থেকে ০.২৫ শতাংশ সুদের হার কমিয়ে করা হয়েছে ৬.৭ শতাংশ, আগে যা ছিল ৬.৯৫ শতাংশ। ব্যাংক জানিয়েছে, ৩০ লক্ষ টাকার উপর গৃহঋণের ক্ষেত্রে এখন থেকে ৬.৭ শতাংশ হারে সুদ দিতে হবে ঋণগ্রহিতাদের, যা আগে ছিল ৬.৯৫ শতাংশ। তবে এই সুবিধা পাওয়া যাবে ৭৫ লাখ টাকার গৃহঋণ পর্যন্ত। এমনকি এবার থেকে গৃহঋণ পাওয়ার ক্ষেত্রে ইয়োনো অ্যাপের মাধ্যমে আবেদন করা যেতে পারে। সেক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে।
2021-05-01