বাংলায় বিধানসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা সেই নির্বাচন শেষ হতে না হতেই বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে শুরু করেছে।
আপাতত সি-ভোটারের সমীক্ষার ফলাফল জানা গিয়েছে। তাদের সমীক্ষার মতে, পশ্চিমবঙ্গে ফের সরকার গড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সি-ভোটারের সমীক্ষকদের পূর্বানুমান হল, ৪২ শতাংশ ভোট নিয়ে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। ৩৯ শতাংশ ভোট নিয়ে বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৬টি আসন।
বুথ ফেরত সমীক্ষার ফলাফল যে বেদবাক্য নয় তা প্রমাণিত। কারণ, অতীতে বহুবার দেখা গিয়েছে তা প্রকৃত ফলাফলের সঙ্গে মেলেনি। আবার এও ঠিক যে বহুবার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে যাওয়ার দৃষ্টান্তও রয়েছে। অনেকের মতে, আসলে বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা ধারণা পাওয়া। এটুকু ইঙ্গিত পাওয়া যায় যে হাওয়া কোনদিকে। তবে সেই ভোট শতাংশের হিসাব থেকে আসন সংখ্যার হিসাব বের করার প্রক্রিয়াটি জটিল। এবং সে ক্ষেত্রে ত্রুটির ঝুঁকি থাকে বইকি।
রিপাবলিক টিভি-সিএনএক্স
রিপাবলিক টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী অবশ্য বিজেপি এগিয়ে থাকতে পারে তৃণমূলের থেকে। তাঁদের মতে, লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। তবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা বেশি। রিপালবলিকের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৪২.৭৫ শতাংশ ভোট। তাদের সংখ্যা আসন সংখ্যা দাঁড়াতে পারে ১৩৮ থেকে ১৪৮। তুলনায় তৃণমূল পেতে পারে ৪০.০৭ শতাংশ ভোট। তারা পেতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন। আর ১৪.৪২ শতাংশ ভোট পেয়ে সংযুক্ত মোর্চা পেতে পারে ১১ থেকে ২১টি আসন।
টিভি নাইনের সমীক্ষা
টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা আবার এগিয়ে রেখেছে তৃণমূলকে। তাদের সমীক্ষার পুর্বানুমান হল, তৃণমূল পেতে পারে ১৪২ থেকে ১৫২টি আসন। বিজেপি পেতে পারে ১২৫ থেকে ১৩৫টি আসন। আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১৬ থেকে ১৬টি আসন। টিভি নাইন-পোলস্ট্যাটের সমীক্ষার মতে, বিজেপি পেতে পারে ৪০.৫ শতাংশ ভোট। তৃণমূল ৪৩.৯ শতাংশ এবং সংযুক্ত মোর্চা ১০.৭ শতাংশ ভোট পেতে পারে।
জন কি বাত-এর সমীক্ষা
এদের সমীক্ষায় বলা হয়েছে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। তাদের মতে, বিজেপি পেতে পারে ৪৬.৪৮ শতাংশ ভোট। তার ফলে ১৬২ থেকে ১৮৫টি আসনে জিততে পারে বিজেপি। ৪৪.৪৫ শতাংশ ভোট পেয়ে তৃণমূল জিততে পারে ১০৪ থেকে ১২১টি আসন। আর ৮.৫ শতাংশ ভোট পেয়ে মাত্র ৩ থেকে ৯টি আসনে জিততে পারে সংযুক্ত মোর্চা।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষারও বিশ্বাসযোগ্যতা রয়েছে অনেকটাই। ২০১৫ সালে বিহার ভোটে তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকৃত ফলাফলের সঙ্গে প্রায় মিলে গিয়েছিল। তা ছাড়া উনিশ সালে লোকসভা ভোটেও তাদের সমীক্ষা সঠিক প্রমাণিত হয়েছিল। অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী বাংলায় লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ৪২ শতাংশ ভোট পেয়ে বিজেপি বাংলায় জিততে পারে ১৩৪ থেকে ১৬টি আসন। আর তৃণমূল পেতে পারে ৪৩ শতাংশ ভোট। ১৩০ থেকে ১৫৬টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে জোড়াফুলের। তাদের হিসাবে ভোটে পুরো মেরুকরণ হয়েছে। ফলে বাম কংগ্রেসের ভোট কমে দাঁড়াতে পারে ১০ শতাংশ। তারা জিততে পারে মাত্র ২টি আসনে।
চাণক্য
চাণক্যের সমীক্ষা অনুযায়ী বাংলায় ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের হিসাবে তৃণমূল পেতে পারে কমবেশি ১৮০টি আসন। তুলনায় বিজেপি জিততে পারে অনেক কম আসনে। চাণক্যর সমীক্ষায় অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে ১০৮ (+/-১১)টি আসন। চাণক্যর সমীক্ষকদের অনুমান, এবার নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল। তাদের থেকে ভোট শতাংশে অনেকটাই পিছিয়ে থাকতে পারে বিজেপি। লোকসভা ভোটে বাংলায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। এবার তা কমে গিয়ে হতে পারে ৩৯ শতাংশ। তবে চাণক্যরও মত হল, এই ভোটে বাংলায় বিজেপি-তৃণমূল মেরুকরণ ছিল ষোল আনা। তাই বাম-কংগ্রেসের ভোট আরও কমে গিয়েছে। তারা পেতে পারে মাত্র ৯ শতাংশ ভোট। বড় জোর ৪টি আসনে জিততে পারে তারা।