করোনার বিরুদ্ধে লড়ছে গোটাদেশ। উদ্বেগ বাড়িয়ে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। বাড়ছে সংক্রমণের দাপট সঙ্গে পাল্ল দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসায় দেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে অক্সিজেনের অপ্রতুলতা, ওষুধের সমস্যা। মিলছে না বেড, ভেন্টিলেটর।
দেশের এই সংকটজনক পরিস্থিতিতে মোদী সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অক্সিজেন ইস্যুতে একের পর এক রাজ্যের কাছে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে সরকার। এই অবস্থায় সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ফের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদদের নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার বিকেলে ভার্চুয়ালি এই মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের একাধিক উচ্চপদস্থ মন্ত্রীরা। এদিনের ভার্চুয়ালি এই বৈঠকে দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিজ নিজ এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ রক্ষার কথাও জানান তিনি।
এদিন তিনি মন্ত্রীদের বলেন, “করোনাকে ভয় নয়, লড়ে যেতে হবে এর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আশেপাশের সকল মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের ভালোমন্দের খোঁজ নিন। মানুষের পাশে দাঁড়ান। তাঁদের কথা শুনুন।”
শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয় যে, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে সরকার সবরকম ভাবে প্রচেষ্টা চালাচ্ছে। করোনাকে প্রতিহত করতে একযোগে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার।
এছাড়াও এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় সরকার দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছে। ইতিমধ্যে দেশের ২৩ টি রাজ্যে ৮,৫৯৩ এমটি অক্সিজেন পাঠানো হয়েছে। প্রয়োজনে পরে আরও পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক,তথ্য সম্প্রচার মন্ত্রকের মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আইয়োগের সদস্য ভি কে পল, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং মনসুখ মন্দাভিয়া। ভার্চুয়ালি এই বৈঠকে প্রত্যেক মন্ত্রীই মন্ত্রিসভার সহকর্মীদের যথাক্রমে অক্সিজেন এবং ওষুধের প্রাপ্যতা সম্পর্কে অবহিত করেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতি এবং দেশের অক্সিজেন সমস্যা নিয়েও একাধিকবার মন্ত্রীপারিষদদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেছেন তিনি।