এক্সিট পোল: বিজেপি না তৃণমূল কার পক্ষে বাংলা? কী বলছে সমীক্ষা?

বাংলায় বিধানসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা সেই নির্বাচন শেষ হতে না হতেই বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে শুরু করেছে।

আপাতত সি-ভোটারের সমীক্ষার ফলাফল জানা গিয়েছে। তাদের সমীক্ষার মতে, পশ্চিমবঙ্গে ফের সরকার গড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সি-ভোটারের সমীক্ষকদের পূর্বানুমান হল, ৪২ শতাংশ ভোট নিয়ে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। ৩৯ শতাংশ ভোট নিয়ে বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৬টি আসন।

বুথ ফেরত সমীক্ষার ফলাফল যে বেদবাক্য নয় তা প্রমাণিত। কারণ, অতীতে বহুবার দেখা গিয়েছে তা প্রকৃত ফলাফলের সঙ্গে মেলেনি। আবার এও ঠিক যে বহুবার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে যাওয়ার দৃষ্টান্তও রয়েছে। অনেকের মতে, আসলে বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা ধারণা পাওয়া। এটুকু ইঙ্গিত পাওয়া যায় যে হাওয়া কোনদিকে। তবে সেই ভোট শতাংশের হিসাব থেকে আসন সংখ্যার হিসাব বের করার প্রক্রিয়াটি জটিল। এবং সে ক্ষেত্রে ত্রুটির ঝুঁকি থাকে বইকি।

রিপাবলিক টিভি-সিএনএক্স
রিপাবলিক টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী অবশ্য বিজেপি এগিয়ে থাকতে পারে তৃণমূলের থেকে। তাঁদের মতে, লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। তবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা বেশি। রিপালবলিকের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৪২.৭৫ শতাংশ ভোট। তাদের সংখ্যা আসন সংখ্যা দাঁড়াতে পারে ১৩৮ থেকে ১৪৮। তুলনায় তৃণমূল পেতে পারে ৪০.০৭ শতাংশ ভোট। তারা পেতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন। আর ১৪.৪২ শতাংশ ভোট পেয়ে সংযুক্ত মোর্চা পেতে পারে ১১ থেকে ২১টি আসন।

আরও বুথ ফেরত সমীক্ষার ফলাফল আসছে। কিছুক্ষণ পর পেজটি রিফ্রেশ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.