কমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তবে ফের বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দিন দুয়েক পারদ কিছুটা নিম্নমুখী তবে আবহাওয়াকে অস্বস্তিকর করছে আপেক্ষিক আর্দ্রতা। এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাও নেই।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ সর্বনিম্ন ৩২ শতাংশ। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাশে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ সর্বনিম্ন ৫১ শতাংশ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসই, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা গত মঙ্গলবার ছিল ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ সর্বনিম্ন ২৭ শতাংশ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ সর্বনিম্ন ৩৩ শতাংশ।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ২৪ শতাংশ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার আকাশ মেঘলা ছিল। ওইদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ।
বৃহস্পতিবারও সারাদিন মেঘলা ছিল আকাশ। তার সঙ্গে দিয়েছিল ঠান্ডা হাওয়া। যদিও সন্ধ্যার পর থেকে হাওয়া সম্পূর্ণ বন্ধ হয়। হাওয়া অফিসের রেকর্ড জানিয়েছিল ওইদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৫৩ শতাংশ, সর্বোচ্চ ৮৬ শতাংশ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। বুধবার দিনভর বিশ্রি গরমের পর প্রায় রাতভর মাঝারি মানের বৃষ্টি হয়। শহরে বৃষ্টি হয় ১১.৮ মিলিমিটার।
গত বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪৭ শতাংশ, সর্বোচ্চ ৯৩ শতাংশ।