দেশ জুড়ে শুরু হয়ে গেছে করোনা টিকাকরণের তৃতীয় দফার রেজিস্ট্রেশন। সরকারি ঘোষণা অনুযায়ী তৃতীয় পর্যায়ে ভ্যাকসিন নিতে পারবেন ১৮ বছরের বেশি বয়সি নাগরিকরা। কেন্দ্রের তরফে আগামী ১ মে থেকে এই টিকাকরণ শুরুর কথা বলা হলেও বাংলায় ৫ মে থেকে তা শুরু হবে।
বাংলায় টিকাকরণ নিয়ে কোনওভাবেই আতঙ্কিত হওয়ার কারণ নেই, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য ভবনের এক কর্তা। তৃতীয় পর্যায়ের টিকাকরণের প্রক্রিয়া যাতে মসৃণ হয় তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপও। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাঁদেরও পরবর্তী ডোজ নিয়ে চিন্তার কোনও কারণ নেই, জানিয়েছে স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ কিনবে। তার জন্য আগামীকালই কেন্দ্রকে চিঠি লিখবে রাজ্য। ভ্যাকসিন হাতে পেলে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিতে তা পাঠিয়ে দেওয়া হবে। আগামী ৫ মে থেকে এ রাজ্যে ১৮-ঊর্ধ্ব নাগরিকরা ভ্যাকসিন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী তা প্রযোজ্য হবে শুধুমাত্র সরকারি হাসপাতাল গুলির ক্ষেত্রেই। বেসরকারি হাসপাতাল থেকে ১৮-ঊর্ধ্ব কেউ টিকা নিতে চাইলে ন্যায্য দাম দিয়েই তা নিতে হবে।
এদিন আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, ইতিপূর্বে বেসরকারি হাসপাতাল থেকে অন্তত ১ লক্ষ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের জন্য তাঁদের নাম হাসপাতালের খাতায় ওয়েটিং লিস্টে রয়েছেন। তাঁরা প্রত্যেকেই বিনামূল্যে দ্বিতীয় ডোজ পাবেন। নির্দিষ্ট একটি জায়গা থেকে দ্বিতীয় ডোজ তাঁদের দেওয়া হবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র সার্ভিস চার্জ দিতে হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে।
সরাসরি নির্মাতাদের কাছ থেকে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন কিনতে পারবে। এই প্রক্রিয়া সরকারের তত্ত্বাবধানেই সম্পন্ন হবে। তাই ভ্যাকসিন নিয়ে অযথা আতঙ্কের কোনও প্রয়োজন নেই, বলে মনে করছে স্বাস্থ্য ভবন।