দেশজুড়ে চলছে করোনার কালো ছায়া। মারণ ব্যাধির দাপটে বিপর্যস্ত জনজীবন। দিন যত যাচ্ছে ততই বাড়ছে হাহাকার আর উদ্বেগ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও।
দেশের এই কঠিন পরিস্থিতিতে বুধবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর.কে.এস ভাদুরিয়ার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বায়ুসেনা কী কী পদক্ষেপ নিয়েছে এবং কীভাবে কাজ করছে সে সব যাবতীয় তথ্য বায়ুসেনা প্রধানের কাছে জানতে চান প্রধানমন্ত্রী।
এদিন বায়ুসেনা প্রধান আর.কে.এস ভাদুরিয়া জানান, করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২৪ x৭ ঘন্টা দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন, ওষুধ এবং মেডিকেল সরঞ্জাম পৌঁছে দিতে সদা তৎপর ভারতীয় বায়ুসেনা। আর এই কাজের জন্য ছোটো ছোটো পণ্যবাহী বিমানগুলিও তৈরি রাখা আছে। এছাড়াও করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এয়ার সাপোর্ট সেল তৈরির কথাও জানিয়েছেন তিনি।
এছাড়াও এদিনের বৈঠকে ভারতীয় বায়ুসেনা ও তাঁদের পরিবারের সবার শরীর স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন, বাহিনীর বেশিরভাগ সেনাদেরই করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও বায়ুসেনাদের হাসপাতালগুলিতে করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা পরিষেবা বাড়িয়ে তোলা হয়েছে। প্রয়োজন পড়লে সাধারণ মানুষের জন্যও এই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবে ভারতীয় বায়ুসেনা।
প্রসঙ্গত, যেভাবে তড়িৎ গতিতে দেশে সংক্রমণ বাড়ছে তা মোকাবিলায় একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের উচ্চপদস্থ আমলা,আধিকারিক এবং সেনা প্রধানদের নিয়ে নিয়মিত বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গত সোমবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশের করোনা পরিস্থিতি জানতে এবং অক্সিজেন সরবরাহ ও ওষুধপত্রের যোগান সব ঠিকঠাক আছে তা জানতে মঙ্গলবার রাতে মন্ত্রীপরিষদের সঙ্গে উচ্চপর্যায়ের রিভিউ মিটিং করেন তিনি।
উল্লেখ্য, কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমণ কিছুটা কমলেও বুধবারের রিপোর্টে কিন্তু সংক্রমণ অনেকটাই বাড়ল। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। এই নিয়ে মৃতের সংখ্যা ২ লক্ষের সীমা অতিক্রম করল।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১ হাজার ১৮৭ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ১৬২ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জনকে।