করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মালদহের বৈষ্ণবনগরে নির্দল প্রার্থী সমীর ঘোষের। ২৯ এপ্রিল, বৃহস্পতিবার ভোট রয়েছে মালদহের ৬টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে বৈষ্ণবনগর কেন্দ্রটি। প্রার্থীর মৃত্যুর ওই দিন বৈষ্ণবনগরে ভোটগ্রহণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়৷ কিন্তু কমিশন জানিয়েছে, ওই দিনই বৈষ্ণবনগরে ভোট হবে৷
প্রসঙ্গত, এর আগে করোনা আক্রান্ত হয়ে ভোটের আগে মৃত্যু হয় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থী । জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী এবং সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হক মারা যান। তাঁদের মৃত্যুর কারণে ওই ২ বিধানসভা কেন্দ্রে ভোট পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। ১৬ মে ভোট নেওয়া হবে ওই ২ কেন্দ্রে। বৈষ্ণবনগরের ক্ষেত্রেও ভোটগ্রহণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়৷ তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, জনপ্রতিনিধিত্ব আইনের ৫২ নং ধারা অনুযায়ী কেবলমাত্র কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের প্রার্থীদের মৃত্যুতেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ রাখা হয়। পরে নতুন করে অন্য দিন ঘোষ দিন ঘোষণা করে ভোট নেওয়া হয়। অন্য কোনও ঘটনায় এ নিয়ম প্রযোজ্য নয়। তাই বৈষ্ণবনগরে নির্ধারিত দিনে ভোট হতে কোনও বাধা রইল না।
সোমবার রাতে মারা গিয়েছেন পেশায় এক্সপোর্টার সমীর ঘোষ মালদহের ইংরেজ বাজারের বাসিন্দা। জানা গিয়েছিল, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছিল। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ফের তাঁকে মালদহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই হাসপাতালে মৃত্যু হয় সমীরবাবুর৷
এদিকে, কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়াপাটকির ১২৬ নম্বর বুথেও আগামী ২৯ তারিখ ভোটগ্রহণ হবে৷ ওই দিন রাজ্যে শেষ দফার ভোট৷ সেদিন বাকি ৩৫ আসনের সঙ্গে ফের ভোট নেওয়া হবে শীতলকুচির ১২৬ নং বুথেও। সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬.৩০ পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। সোমবার সপ্তম দফা ভোটের শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।