বেশিদিন আগের কথা নয়। সপ্তাহ দুয়েক আগেই বাংলায় কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২৫ হাজারের কোটায়। আজ সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলায় কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা লাখ ছুঁইছুঁই।
এই মুহূর্তে বাংলায় কোভিড আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন ৯৪ হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন। সেরে উঠেছেন ন’হাজার ৭৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬৮ জন। ফলে বাংলায় মোট কোভিডে মৃতের সংখ্যা ১১ হাজার পেরিয়ে গেল। এদিনের বুলেটিনেও সংক্রমণের শীর্ষে দুই জেলা। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা।
প্রতিদিন যখন সংক্রমণ বল্গাহীন হচ্ছে, হাসপাতালে যখন বেডের আকাল দেখা দিয়েছে তখন কলকাতায় একাধিক বেসরকারি হাসপাতাল আরও কোভিড বেড বাড়ানোর উদ্যোগ নিল। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে ৩০০ বেডের কোভিড হাসপাতাল করছে মেডিকা। গীতাঞ্জলী স্টেডিয়ামও পরিদর্শন করবে মেডিকা কর্তৃপক্ষ। পরিকাঠামো দেখে সেখানেও অস্থায়ী কোভিড হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউ টাউনের হজ হাউস এমনিতেই কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে রয়েছে। সেখানে ২০০ বেডের কোভিড হাসপাতাল করবে চার্নক হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তীর্ণ সেভ হোম আছে। সেখানকার পরিকাঠামো আরও উন্নত করে কোভিড হাসপাতাল করা হবে। রাজ্য সরকার অনুমান করছে চলতি সপ্তাহে সংক্রমণ আরও ভয়ানক আকার নেবে। তখন অক্সিজেনের উদ্বৃত্তও থাকবে না আর বেডের আরও অভাব হবে। তাই আগে থেকে অক্সিজেন বণ্টনের জন্য কন্ট্রোল রুম খোলা থেকে অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরির মতো পদক্ষেপ সেরে রাখতে চাইছে নবান্ন।