করোনা পরিস্থিতিতে রাজ্যের সপ্তম দফার নির্বাচন (Assembly Election) চলছে। এরই মধ্যে করোনা বিধি মেনে সপ্তম দফার নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করার আর্জি জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর ট্যুইটে লিখেছেন , “আজ পশ্চিমবঙ্গে সপ্তম দফার নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি আর্জি জানাচ্ছি, করোনা বিধি মেনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।”
দেশের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মৃত্যু মিছিলের কোনও বিরাম নেই। হাসপাতালে বেড পাচ্ছেন না করোনা রোগীরা। ঘাটতি হচ্ছে অক্সিজেনের। করোনা রোগীদের প্রাণ বাঁচাতে অক্সিজেন সহ অত্যাবশ্যক জিনিসে টান পড়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে। প্রধানমন্ত্রী বলেছেন দেশে ৫৫১টি অক্সিজেন প্লান্ট তৈরী করা হবে পিএম কেয়ার্স ফান্ডের টাকায়। অক্সিজেন এক্সপ্রেস চালু করে দেশের বিভিন্ন প্রান্তে করোনা রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে অক্সিজেন। সেনা বাহিনীর কর্মীরা এই কাজে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে কাজ করছেন। এই পরিস্থিতিতে রাজ্যের ৩৪টি বিধানসভায় সোমবার বিধানসভা নির্বাচন হচ্ছে।
প্রধানমন্ত্রী ষষ্ঠ দফার নির্বাচন পর্যন্ত প্রতিটি দফায় নির্বাচনের দিন সকালে ট্যুইট করে মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন। তিনি তাতে বলেছেন, সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। তবে সপ্তম দফায় করোনা পরিস্থিতি গোটা দেশ সহ পশ্চিমবঙ্গে যে ভয়াল আকার ধারণ করেছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাঁর ট্যুইট বার্তায় করোনা থেকে বাঁচতে যে সব বিধি কার্যকর করা হয়েছে সেটা মেনে ভোট দিতে আবেদন জানিয়েছেন।
তবে আমরা সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ভোটের চিত্র পাচ্ছি তাতে দেখা যাচ্ছে সার্বিকভাবে মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা রয়েছে। তবে ব্যতিক্রম যে নেই সেটা নয়। কলকাতার যে চারটি বিধানসভা কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন হচ্ছে তার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ভোটাররা মাস্ক পড়লেও শারীরিক বিধি মানছেন না। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর এক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধিকে কার্যকর করার ক্ষেত্রে কিছুটা হলেও গাফিলতি যে হচ্ছে সেটা আমাদের নজরে এসেছে ।