ইদানিং করোনার তাণ্ডবে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে। চারিদিকে অক্সিজেন সিলিন্ডার রিফিল করানোর জন্য মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এমনকি অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ 40 -40 হাজার পর্যন্ত দিতে প্রস্তুত যাতে তারা নিজের আপন জনের জীবন বাঁচাতে পারে।
কিন্তু এর বিকল্প হতে পারে একটি ছোট্ট oxygen concentrator। 40000 থেকে 100000 টাকার মধ্যে পাওয়া যায়। এটি উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন পরিশুদ্ধ ও ঘনীভূত করে এবং নলের মাধ্যমে সরাসরি রোগীকে সরবরাহ করে। সবচেয়ে বড় কথা এটি রিফিল করতে হয় না।
এটি প্রতি মিনিটে 1 থেকে 5 লিটার অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।
সিলিন্ডার ফেটে আগুন ধরার সম্ভাবনা নেই।
অক্সিজেন এর মান মেয়াদ নিয়ে কোন টেনশন নেই।
সহজে বহনযোগ্য।
টানা 24 ঘন্টাই ননস্টপ অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা।
বিদ্যুৎ বা ব্যাটারীতে চলে।
এমনকি এটি ভাড়ায় ও পাওয়া যায়।
আমাদের দেশে ফিলিপস বিপিএলের মত কিছু কোম্পানি এটি তৈরি করে।
উন্নত বিশ্বে অক্সিজেন সরবরাহের জন্য সবচেয়ে জনপ্রিয় যন্ত্রটি হচ্ছে এই অক্সিজেন কনসেণ্ট্রেটর।
এম সরকার !