দেশের করোনা পরিস্থিতি মারাত্মক। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা সীমা অতিক্রম করেছে। আজ এই বিষয় নিয়েই “মন কি বাত” অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, করোনা দেশবাসীর ধৈর্য ও যন্ত্রণা সহ্য করার পরীক্ষা নিচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। দেশ জুড়ে বিনামূল্যে যে টিকাকরণ কর্মসূচি চলছে তা আগামী দিনেও চলবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী কথায়, করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে তারও পরীক্ষা নিচ্ছে। করোনা আজ অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই আমাদের জিততেই হবে। করোনা সংকট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে। ভয় পাবেন না। তার চেয়ে সচেতন হোন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন।
এছাড়াও তিনি বলেন, বিনামূল্যে যে টিকাকরণ কর্মসূচি দেশের চলছে তা আগামীদিনেও চলবে। তিনি বলেন, গোটা দেশে ৪৫ এর উর্দ্ধে টিকা করনের জন্য বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো হয়েছে। আগামী দিনেও কেন্দ্র এই প্রকল্প চালু রাখবে। পাশাপাশি বেসরকারি সংস্থা তাদের কর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা এবার করতে পারবে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে আগামী ১মে থেকে ১৮-র ঊর্ধ্বে সবাই ভ্যাকসিন পাবেন।