দেশ জুড়ে লাগাতার বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সুনামির মতো আছড়ে পড়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। জায়গায় জায়গায় দেখা দিয়েছে অক্সিজেনের হাহাকার। চিকিৎসার জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছেন রোগীরা। কিন্তু মিলছে না বেডও। এমন অবস্থায় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, করোনার এই ভয়াবহ দ্বিতীয় ঢেউ আমাদের সকলের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে। করোনার বিরুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই করা ডাক্তার স্বাস্থ্যকর্মীদেরও এদিন প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী।
রবিবার ‘মন কি বাত’-এর ৭৬ তম পর্ব ছিল। প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের সঙ্গে এমন একটা সময়ে কথা বলছি, যখন করোনা ভাইরাস আমাদের সকলের ধৈর্য্য আর সহ্যশক্তির পরীক্ষা নিচ্ছে। আমরা অনেকেই আমাদের প্রিয়জনকে অসময়ে চিরকালের মতো হারিয়েছি।”
করোনার প্রথম ঢেউকে নিয়ন্ত্রণে ভারতের সাফল্যের কথাও এদিন মনে করিয়ে দিয়েছেন মোদী। তাঁর কথায়, “প্রথম ঢেউকে সফলভাবে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। ফলে দেশের মানুষের মনের জোর বেড়েছিল। গোটা দেশ করোনা মোকাবিলায় আত্মবিশ্বাসী ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউ দেশকে নাড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন,”করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। অক্সিজেন উৎপাদন, ওষুধ শিল্প ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি।” এরপরই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক করোনা যোদ্ধাকে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। “আমাদের সব ডাক্তার, স্বাস্থ্য কর্মীরা কোভিড ১৯-এর বিরুদ্ধে এই মুহূর্তে বড়সড় একটা যুদ্ধ লড়ছে। গত বছর তাঁদের এ ব্যাপারে অভিজ্ঞতা হয়েছে”, বলেন তিনি।