তীব্র তাপপ্রবাহের ফলে বিহারে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারি সূত্রে খবর, গত দু’দিন তাপ প্রবাহের জেরেই মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের। বেসরকারি মতে সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে। রাজধানী পাটনার তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে বলে মনে করছে প্রশাসন। তাই দুটি জেলা ঔরঙ্গবাদ ও গয়ায় ১৪৪ ধারা জারি করেছে সরকার।
সাধারণত, কোনো অরাজকতার সৃষ্টি হলে বা আইন শৃঙ্খলার অবনতি হলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু এক্ষেত্রে তাপপ্রবাহে মৃত্যুর জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের মতে, এক জায়গায় অনেক লোক জমায়েত হলে, অস্বস্তি আরও বাড়ে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এছাড়া প্রশাসন থেকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ, খোলা আকাশের নীচে শ্রমিকদের কাজ করা বিরত থাকবে। তাপপ্রবাহ না কমা পর্যন্ত। এমনকি ১০০ দিনের কাজে সময় কমিয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ‘চুমকি বুখারে’ বিহারে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। তার উপর তাপ প্রবাহের জেরে মৃত্যু। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। রবিবার স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বিহারে এসে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি এলাকাবাসীকে ঘর থেকে অপ্রয়োজনে না বেরোনোর নির্দেশ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্য কাঠামোর হার স্বাভাবিক করার জন্য দিল্লী থেকে একটি চিকিৎসক দল বিহারে পাঠিয়েছেন।