দিল্লিতে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সংক্রমণের চেন ভাঙার জন্য দিল্লি সরকার এক সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছিল ৷ লকডাউনের সময় রবিবার শেষ হতে চলেছে ৷ কিন্তু পরিস্থিতি এখনও এতটাই উদ্বেগজনক যে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করছে দিল্লি সরকার ৷ সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে ৷
গত কয়েকদিনে দিল্লিতে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ রাজধানীতে গত ৬ দিন লকডাউন থাকা সত্ত্বেও করোনায় মৃতের সংখ্যা কমেনি ৷ করোনার গ্রাফ দ্রুত গতিতে উপরের দিকে বেড়েই চলেছে ৷ এরকম পরিস্থিতিতে লকডাউনের সময় বৃদ্ধি করতে পারে দিল্লি সরকার বলে মনে করা হচ্ছে ৷
দিল্লিতে ২০ এপ্রিল থেকে লকডাউন শুরু করা হয়েছিল ৷ লকডাউন শেষ হওয়ার কথা সোমবার সকালে ৷ ডিডিএমএ-এর এদিন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ৷ তাতেই লকডাউন বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷
দেশজুড়েই বেলাগাম করোনা পরিস্থিতি ৷ হাসপাতালে বেড পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে ৷ চাহিদা অনুযায়ী অক্সিজেনের সাপ্লাই অত্যন্ত কম ৷ এর জেরে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ৷ আরও কয়েকদিন লকডাউন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হতে পারে ৷
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের ৷ আক্রান্ত হয়েছে ২৪১০৩ ৷