ট্রাম্প একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যে ভারতকে সবচে কম বাম্বু দিয়েছে আর প্রায় কোন যুদ্ধ শুরু করেনি কোন দেশেই

আজকে বাইডেনের মন্তব্য দেখে অনেকে আশাহত হয়েছেন যে ট্রাম্প হয়ত এমনটা করতেন না আর তারপরেই হয়ত নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে “ট্রাম্প বিবেকামুন্ডন বলেছিল। ছি ” অথবা ” ট্রাম্প প্রাচীর তুলে দেবে বলেছিল। ছি ” যাই হোক। ফ্যাক্ট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সম্ভবত: ট্রাম্প একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যে ভারতকে সবচে কম বাম্বু দিয়েছে আর প্রায় কোন যুদ্ধ শুরু করেনি কোন দেশেই। ইজ্রায়েল আর আমিরেতের মধ্যে মিত্রতায় উদ্যোগী হয়েছে, পাকিস্তান আফগানিস্তান , ভারত এই তিন দেশের ব্যালেন্স নষ্ট হয় এমন কিছুই করেনি, এমনকী উত্তর কোরিয়াকেও আলোচনার টেবিলে বসিয়েছিল। যাই হোক লোকটা বিবেকামুন্ডন বলেছিল।
কথা হল
ফরেন পলিসি একটা রিয়ালিস্টিক ম্যাটার, যতনা আইডিয়লজির ওপর নির্ভরশীল তার চেয়ে বেশি বর্তমান পরিস্থিতির ওপর নির্ভরশীল।
সুভাষচন্দ্র বসু এমনটাই চিঠিতে নেহরুকে জানিয়েছিলেন।
তবে এসব জটিল কথা থাক। বরং একটা গল্প শোনা যাক।

এক বনে একটা ইঁদুর ছিল। বিশাল বড় একটা বটগাছের নিচের গর্তে তার বাস। একটা বনবিড়াল তাকে খাবার জন্য সদা সচেষ্ট কিন্তু ইঁদুর খুব চালাক, কিছুতেই বনবিড়ালের খপ্পরে পড়ে না।

একদিন ইঁদুর খাদ্য সঞ্চয় করে দ্রুত ফিরছে- রাত হয়ে গেছে হঠাৎ দেখে তার গর্ত থেকে পনের কুড়ি হাত দূরে বনবিড়ালটা বসে আছে কিন্তু একটু জবুথবু ভাব। কাছে গিয়ে দেখে যে বিড়াল ফাঁদে পড়েছে। কোন ব্যাধ ফাঁদ রেখে গিয়েছিল সেটাই কাল হয়েছে। ইঁদুরের তো মহানন্দ! কাল ব্যাধ এসে বিড়ালকে মারবেই- একটু নেচে নিয়ে নিজের গর্তের দিকে যাবে হঠাৎ দেখে গর্তের সবচাইতে কাছে যে ডাল সেটায় একটা প্যাঁচা বসে আছে। আর গর্তের কাছে একটা বেজি ঘুর ঘুর করছে। কাছে গেলে এই দুয়ের হাত থেকে তার রক্ষা নেই।

ইঁদুর করল কি বেড়ালকে গিয়ে বলল –
” দাদা, তোমার কাছে আমি আজ রাত্রে থাকব। দেখেছ ত প্যাঁচা আর বেজিকে?
কিন্তু তুমি আমায় মারবে না।কাল যেই না ব্যাধ তোমার কাছে আসবে, আমি এই ফাঁদ কেটে দেব, তুমি পালিয়ে যেও। “
বেড়াল রাজি হল, তার থাবার নিচে ইঁদুর বসলে পর প্যাঁচা আর বেজি অবাক হয়ে গেল কিন্তু আক্রমণ করল না – হিংস্র বনবেড়াল মারাত্মক জিনিস। ভোর হতেই তারা চলে গেল…একটু বাদেই ব্যাধকে দেখতে পেয়ে ইঁদুর ওই ফাঁদ কেটে দিয়ে দৌড়ে গর্তে ঢুকে পড়ল আর বেড়াল লাফিয়ে পালিয়ে গেল, ব্যাধের হাতে কিছুই রইল না।

সেদিন বিকেলে বনবেড়াল গর্তের কাছে এসে বলল
” ইঁদুরভাই চল একটু হাওয়া খেয়ে আসি, এখন তো আমরা বন্ধু। “
ইঁদুর গর্তের ভিতর থেকেই বলল-
” দাদা, আমরা বন্ধু নই, পরিস্থিতি আমাদের বন্ধু বানিয়েছিল। আবার পরিস্থিতি আসুক, তখন না হয় বন্ধু হব? কিন্তু এখন নয়।”

এটাই এসেন্স অফ ফরেন পলিসি। আপনারা তো গেম অফ থ্রোন্স দেখেইছেন কিন্তু অনেকেই মহাভারত পড়েন নি।
এটা মহাভারত থেকে নেওয়া। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর ভীষ্মের শরশয্যাতে যুধিষ্ঠিরকে দেওয়া উপদেশ।

“Foreign policy is a realistic affair to be determined largely from the point of view of a nation’s self-interest…. Frothy sentiments and pious platitudes do not make foreign policy.”

— Subhas Chandra Bose to Jawaharlal Nehru

সোম প্রকাশ বেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.