আবার খবরে উঠে এল ভাঙড়। শনিবার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের এক চামড়া কারখানা। সেখানে এই বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছে ৫ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বালিগাদা এলাকায় চামড়া কারখানা রয়েছে। সেখানে সকালে কাজ শুরু হওয়ার পরই এই ঘটনা ঘটেছে। এখানে চামড়া থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়। সেই কাজ শুরু হতেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কারখানা। তীব্র বিস্ফোরণে অন্তত ৫ জন জখম হয়েছে। এই অবস্থায় কারখানা বন্ধের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ উঠেছে, এই চামড়ার কারখানাটি অবৈধভাবে চলছে। অবৈধ কারখানা বন্ধের জন্য পুলিশকে একাধিকবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। শনিবার বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সব পরীক্ষা করে। পুলিশের প্রাথমিক অনুমান, চামড়া কাটার বয়লার মেশিন থেকে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। তবে বিস্ফোরণের তীব্রতায় ক্ষোভও আছড়ে পড়েছে সাধারণ মানুষের।