দেশের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার জন্য বাংলা সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল, অর্থাৎ শুক্রবার শেষ দফা ভোটের আগে এ রাজ্যে একদিনে চারটি সভা করার কথা ছিল মোদীর। তবে গত কয়েকদিনে সারা দেশজুড়ে কোভিডের বাড়বাড়ন্ত যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেকথা মাথায় রেখে জরুরি বৈঠক করবেন তিনি। সেই কারণেই একসঙ্গে চারটি সভাই বাতিল করেছেন তিনি। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে এমনটাই জানাmodi-cancels-visit-to-bengal-on-friday-will-hold-meeting-to-review-covid-situation গেছে।
তিনি লেখেন, “আগামীকাল করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এর জেরে আমি আগামীকাল পশ্চিমবঙ্গে যেতে পারব না।”
এ রাজ্যের নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই ১২টি বঙ্গ সফর সেরে ফেলেছেন নরেন্দ্র মোদী। আগামীকাল, শুক্রবার তাঁর ১৩তম রাজনৈতিক সফরের কথা ছিল। মালদা, মুর্শিদাবাদ, সিউড়ি এবং কলকাতায়– তাঁর চারটি সভা হওয়ার কথা ছিল। এগুলি বাতিল হলেও তিনি ভার্চুয়াল বক্তব্য রাখবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এর আগে মোদীর কোনও সভাতেই কোভিড বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। শুধু মোদীর সভা কেন, কোনও দলের কোনও নেতা-নেত্রীর সভাতেই রাশ টানা হয়নি বিশেষ। এমনকি প্রথমে সংযুক্ত মোর্চা ও পরে তৃণমূলের তরফে বড় জমায়েত করে প্রচার হবে না বলে ঘোষণা করা হলেও, কার্যক্ষেত্রে দেখা গেছে দিব্যি ভিড় মাঠজুড়ে।