মেয়েদের শিক্ষা বিনামূল্যে, বিকাশের রাজনীতি হবে বঙ্গে : অমিত শাহ

পশ্চিমবঙ্গে খুনের রাজনীতি আর চলবে না। হবে শুধু বিকাশের রাজনীতি। বিজেপি ক্ষমতায় এলে কেজি থেকে পিজি, বাংলার মেয়েদের শিক্ষা হবে বিনামূল্যে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে বঙ্গবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “মমতা দিদি ২ মে আপনার বিদায় নিশ্চিত।” পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা বন্ধ করবেই বিজেপি, এই দাবি করে অমিত শাহ বলেছেন, “আমরা চাই না বাংলায় নির্বাচনী হিংসা হোক, আমরা ক্ষমতায় আসার পর এই সব নির্বাচনী হিংসার অবসান ঘটাবো। আমরা চাই না বাংলার ভেতরে নির্বাচনী হিংসা হোক, আমাদের সরকার গড়ে উঠলে মানুষকে এই হিংসার শিকার হতে হবে না। বাংলায় খুনের রাজনীতি চলবে না। এখানে হবে শুধু বিকাশের রাজনীতি।” পাঁচ দফার ভোটে ১২২টির বেশি আসনে বিজেপি জয়ী হবে বলেও আশাবাদী অমিত শাহ।
মমতাকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও এজেন্ডা নেই। তিনি শুধু মোদীজি ও আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেন।” বহিরাগত নিয়েও মমতাকে খোঁচা দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ আরও বলেছেন, “তৃণমূল সরকার সর্বদা রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।…সিন্ডিকেট ও কাটমানির মাধ্যমে পশ্চিমবঙ্গকে তছনছ করেছে পশ্চিমবঙ্গ।” অমিত শাহ এদিন বলেছেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গের কন্যা সন্তান যে কোনও পরিবারেরই হোক, বাংলার বিজেপি সরকার কেজি থেকে পিজি পর্যন্ত তাঁদের সমস্ত শিক্ষা বিনামূল্যে দেবে।” জনগণের কাছে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে অমিত শাহ বলেছেন, “মোদীজীর দেখা সোনার বাংলা স্বপ্নকে সফল করার জন্য বিজেপিকে বিপুলসংখ্যক ভোটে জয়ী করুন।” অমিত শাহ জনগণের কাছে প্রশ্ন করেন, “আপনারা কেমন ধরনের সরকার চাইছেন, অনুপ্রবেশ করানো সরকার চাইছেন, মানব পাচার করানো সরকার চাইছেন, কয়লা পাচার করানো সরকার চাইছেন, মাদক ও অস্ত্র পাচার করানো সরকার চাইছেন, নাকি পশ্চিমবঙ্গের সর্বাঙ্গীন বিকাশ করে সোনার বাংলা নির্মাণকারী সরকার চাইছেন? মানুষের কাছে জানতে চাওয়া হলে সকলেই বলেন সোনার বাংলা নির্মাণকারী সরকার চাই।” অমিত শাহ আরও বলেছেন, “উত্তরবঙ্গে এইমস তৈরি করা হবে, ১০ হাজার কোটি টাকার কাদম্বিনী গাঙ্গুলি হেলথ ইন্ফ্রাস্ট্রাকচারের স্থাপনা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.