সরাসরি: ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন অইন মর্গ্যান

ডোয়েন ব্র্যাভোকে বিশ্রাম দিয়ে নাইটদের ব্যাটিং গুঁড়িয়ে দেওয়ার জন্য লুঙ্গি এনগিডিকে মাঠে নামালেন ধোনি।

প্রথম একাদশে দুটো বদল করল কেকেআর। শাকিবের পরিবর্তে মাঠে নামবেন সুনীল নারাইন। ওয়াংখেড়ের প্রাণবন্ত বাইশ গজের কথা মাথায় রেখে দলে এলেন তরুণ জোরে বোলার কমলেশ নগরকোটি।


ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক মর্গ্যান।

কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম ইঙ্গিত দিয়েছেন যে, চেন্নাইয়ের বিরুদ্ধে ফিরতে পারেন সুনীল নারাইন।সেক্ষত্রে হয়তো শাকিব আল হাসান যেতে পারেন দলের বাইরে। চলতি প্রতিযোগিতায় একেবারেই ছন্দে নেই শাকিব। এখন চোট সারিয়ে এই ম্যাচে ফিরলে নারাইন কতোটা মেলে ধরেন সেটাই দেখার।

কেকেআর ওপেনার নীতিশ রানার কথা বলতেই হবে। দিল্লির ২৭ বছরের বাঁ হাতি ব্যাটসম্যান ভাল ছন্দে আছেন। নাইটদের হয়ে শুরুটা তিনি মন্দ করছেন না। এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে চারে আছেন রানা। ৩ ম্যাচে ১৫৫ করেছেন তিনি৷ স্ট্রাইক রেট ১৩৫.৯৬। সর্বোচ্চ ৮০। নিতীশের ব্যাট কলকাতার ভরসা। যদিও তিনি ও শুভমন গিল কেউ তাদের ইনিংসকে লম্বা টানতে পারছেন না।

এই ম্যাচে ধোনির দলের বিরুদ্ধে হরভজন সিংহকে কি খেলাতে পারে কলকাতা? তরুণদের প্রশিক্ষিত করছেন দায়িত্ব নিয়ে। গত দুই মরসুমে চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন হরভজন। ৪১ বছরের হরভজন গত ম্যাচে ৪ ওভার বোলিং করেছেন। তবে এখনও পর্যন্ত এই মরসুমে উইকেট পাননি। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। চারবার আইপিএল জেতা ভাজ্জির দখলে রয়েছে ১৬০ ম্যাচে ১৫০ উইকেট।

এই মুহূর্তে চেন্নাইয়ের সেরা বিদেশি মইন আলি৷ ব্যাটে-বলে ফুল ফোটাচ্ছেন ব্রিটিশ অলরাউন্ডার। এখনও পর্যন্ত ১৪৪ স্ট্রাইক রেটে করেছেন ১০৮ রান। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে তিনিই ছিলেন চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর। ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি তিনি ৩ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৭ রান দিয়ে।

অবশ্যই বলতে হবে রবীন্দ্র জাডেজার কথা। চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুটা সময় দূরে থাকলেও দ্রুত ছন্দে ফিরেছেন।ফিটনেসও দারুন। রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে একাই তুলে নিয়েছেন ২ উইকেট৷ এছাড়াও ৪টি ক্যাচ নিয়েছেন ‘স্যার জাডেজা’। নিঃসন্দেহে চেন্নাইয়ের কাছে ‘তুরুপের তাস’।

দুই বিশ্বকাপ জয়ী অধিনায়কের মহা সংগ্রাম। একজন প্রাক্তন, অন্য জন বর্তমান৷ ম্যাচটা কেকেআর বনাম সিএসকে যতটা, ঠিক ততটাই মহেন্দ্র সিংহ ধোনি বনাম অইন মর্গ্যান। গত দুই ম্যাচে কলকাতার কঙ্কালসার চেহারাটা সামনে চলে এসেছে৷ মর্গ্যান বাহিনী সব বিভাগেও ব্যর্থ হয়েছে। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিনটিই তথৈবচ৷ অন্যদিকে চেন্নাই কিন্তু বুঝিয়ে দিয়েছে যে কেন ধোনির দল তিনবারের আইপিএল জয়ী। এখনও পর্যন্ত এই দুই দল আইপিএলে ২৩ বার মুখোমুখি হয়েছে৷ মাত্র ৮ বার জিতেছে কলকাতা৷ ১৪ বার জয়ী চেন্নাই৷

আর কিছুক্ষণ পরেই ওয়াংখেড়ের বাইশ গজে দুই থান্ডা মাথার অধিনায়কের যুদ্ধ। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। একটা দল জিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, অন্যদিকে হলুদ বাহিনী জয়ের হ্যাটট্রিকের পথে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.