ষষ্ঠ দফায় কমিশনের নজরে ব্যারাকপুর, থাকবে ১০৭ কোম্পানি বাহিনী

আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ১৩টি আসেনে ভোটগ্রহণ। ষষ্ঠ দফার আসনে এই ১৩ আসনের মধ্যে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলিও। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ব্যারাকপুরের আসনগুলি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৩টি আসনের মধ্যে রয়েছে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর। এরমধ্যে শেষে ১০টি মূলত ব্যারাকপুর মহকুমার মধ্যে পড়ছে। এই কেন্দ্রগুলির দিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির নির্বাচন কমিশন।

নতুন মুখ্য নির্বাচন কমিশনার ভিডিও বৈঠক করেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। সেখানেই তিনি ব্যারাকপুরের ভোট নিয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র ব্যারাকপুরের জন্য অতিরিক্ত ৫টি QRT ভ্যান রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসারদের বাড়তি সতর্ক থাকার কথাও বলেছেন তিনি। ভোটের দিন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ব্যারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে শুধুমাত্র ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

ষষ্ঠ দফায় ভোট হবে ৪৩ আসনে। মোট ৩০৬ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে ২২ এপ্রিল। ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৭৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৩ লাখ ২১ হাজার ৩৮৫, মহিলা ভোটার ৫০ লাখ ৬৬ হাজার ১৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২২ হাজার ১৫৬ জন এবং এনআরআই ভোটার ১৫ জন। মোট বুথের সংখ্যা ১৪ হাজার ৮৪০টি। নির্বাচন কমিশন সূত্রে খবর অনুযায়ী ষষ্ঠ দফায় দফায় মোট ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

এরমধ্যে আসানসোল-দুর্গাপুরে ১৪ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৬৯ কোম্পানি, বারাসাত পুলিশ জেলায় ৫৯ কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১০৭ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ৪০ কোম্পানি, বিধাননগরে ৩ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৩ কোম্পানি, উত্তর দিনাজপুর ইসলামপুরে ৮২ কোম্পানি, কৃষ্ণনগরে ১৬৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৪৩ কোম্পানি, রায়গঞ্জে ৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.