শিয়ালদহ ও হাওড়ায় শয়ে শয়ে রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।
পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া শাখা মিলে মোট ৬২৪ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। শুধুমাত্র শিয়ালদাতেই ১০০ জন ড্রাইভার ও গার্ড নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাওড়া ডিভিশনে ৬০ জন ড্রাইভার ও গার্ড কোভিডে আক্রান্ত হয়েছেন।
চালক ও গার্ডের সংখ্যার অভাবে অনেক ট্রেন বাতিল করতে হচ্ছে। ফলে ট্রেনে অত্যধিক ভিড়ও হচ্ছে। এমনিতেই অফিস টাইমে ট্রেনের বগিতে সামাজিক দূরত্বের বালাই থাকে না। ট্রেন বাতিল হওয়ার ফলে তা আরও সাংঘাতিক আকার নিয়েছে।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যখন তছনছ অবস্থা তখন রেল পরিষেবা স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। নানান রকম গুজবও ছড়াচ্ছিল মুখে মুখে, সোশ্যাল মিডিয়ায়। তবে মঙ্গলবার এ ব্যাপারে টুইট করে যাত্রীদের আশ্বস্ত করতে চেয়েছে ভারতীয় রেল।
রেলের তরফে টুইট করে বলা হয়েছে, প্যাসেঞ্জার ট্রেন স্বাভাবিক ভাবে চলবে। কেউ আতঙ্কিত হবেন না। যাঁদের কনফার্ম ও আরএসি টিকিট রয়েছে তাঁরা প্ল্যাটফর্মে এসে সামাজিক দূরত্ব বিধি মেনে ট্রেনে উঠতে পারবেন। তবে লোকাল ট্রেন পরিষেবায় ইতিমধ্যেই বিঘ্ন ঘটা শুরু হয়ে গিয়েছে।
গত বছর লকডাউনের পর দীর্ঘদিন ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ওই পর্বের পরে বিশেষ কিছু ট্রেন চলাচল করেছিল। তবে লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। নিউ নর্মালে অনেক কিছু খুললেও ট্রেন চলাচল বন্ধই ছিল। পুজোর পর তা শুরু হয়। এই এপ্রিলে ফের লোকাল ট্রেন পরিষেবা বিপর্যয়ের মুখে।