করোনার ক্রমবর্ধমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার ঘোষণা করল আইসিএসই(ICSE)। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে আইসিএসই-র তরফে জানানো হয়েছিল, আইসিএসই’র দশম শ্রেণির পরীক্ষা হবে ঐচ্ছিক এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে, তা জানানো হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু এবার করোনা পরিস্থিতি দেখে দশম শ্রেণির সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করার পক্ষেই গেল আইসিএসই বোর্ড।
উল্লেখ্য, এর আগে করোনার কারণে CBSE-র তরফে দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়। পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর পরীক্ষা বাতিলের দাবি তুলেছিল একাধিক রাজ্য়ের পড়ুয়ারা। এ নিয়ে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ অফিসাররা। এরপরই একটি টুইটে রমেশ পোখরিয়াল জানান, ৪ মে থেকে ১৪ জুনের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। তা পিছিয়ে গিয়েছে ১ জুন এই সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্রছাত্রীদের ১৫ দিন আগে পরীক্ষার ব্যাপার জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশে করোনার মামলা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ একেবারে লাগামছাড়া হয়ে উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২০ লক্ষ ৩১ হাজার ৯৯৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৭৬১ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার ৫৮২। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১২ কোটি ৭১ লক্ষ ২৯ হাজার ১১৩ জনকে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা হলেও কম। করোনার এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে এটুকুই যা সাময়িক স্বস্তি।