সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে আজ রবিবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডাকা এই বৈঠকে রাজ্যসভার সদস্যসহ ৮৬ টি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাজেটের আগের দিন বিভিন্ন বিল নিয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে মুসলিম মহিলাদের জন্য তিন তালাক বিল রাজ্যসভায় পাশ করাতে পারেনি সরকার। এদিন সেই বিল নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি এদিনের বৈঠকে বেকারত্ব, কৃষিকাজের আধুনিকীকরনের মতো আরও অনেক বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে মোদীর।
পাশাপাশি ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘এক জাতি এক ভোট’ করার প্রস্তাবও দেন মোদী। প্রধানমন্ত্রীর ডাকা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, অধীর চৌধুরী, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ আরও অনেকে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, আমরা ঠিক করেছি জনগণের ভালোর জন্য যেসব বিল আনা হবে, সেগুলো আমরা সমর্থন করব।