করোনা সংক্রমণ রোধ করতে মাস্ক পরার দিকে বারবার জোর দিতে বলছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। এবার রেল এই নিয়ে নির্দেশিকা জারি করল। রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ট্রেনে, প্ল্যাটফর্মে বা রেলের কোনও জায়গায় মাস্ক না পরলে জরিমানা করা হবে।
দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থাবা বসিয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জনের শরীরে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯ জন। কোরোনার বলি হয়েছেন ১ হাজার ৩৪১ জন। যা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা বেশি। এখনও পর্যন্ত ১ লক্ষ ৭৫ হাজার ৬৫০জন মানুষ করোনার বলি হয়েছেন। এই সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যেই একাধিক রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন। উইকএন্ডে সম্পূর্ণ লকডাউনের পথেও গিয়েছে অনেক রাজ্য। কিন্তু রেল বা অন্যান্য যানবাহনে চড়ার সময় মাস্ক পরছে না মানুষ। ফলে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা। এই কারণে এবার ট্রেনে উঠলে মাস্ক বাধ্যতামূলক করল ভারতীয় রেল। শুধু ট্রেনে উঠলে নয়, প্ল্যাটফর্ম সহ রেলের অধীনস্ত যে কোনও জায়গায় পরতে হবে মাস্ক। নাহলেই হবে জরিমানা।
জরিমানার অঙ্ক ৫০০ টাকা ধার্য করেছে ভারতীয় রেল। ৬ মাসের জন্য আপাতত এই নিয়ম কার্যকরী হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, যত্রতত্র থুথু ফেলা ও এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য ফেস মাস্ক বা ফেস কভার বাধ্যতামূলক করা অন্যতম কারণ। নিয়মে এও বলা হয়েছে ৬ মাস পর রেল এই সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে। ইন্ডিয়ান রেলওয়ে রুলস, ২০১২-র আওতায় এই নিয়ম কার্যকর হয়েছে। রেলের সম্পত্তি নষ্ট করার কারণে নেওয়া হবে এই জরিমানা।
এদিকে, জমায়েত এড়াতে ফের কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে জাদুঘর, তাজমহল – ASI’এর অধীনে থাকা সব কটি ঐতিহাসিক স্থানের গেট দর্শকদের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়াবহ পরিস্থিতিকে সামাল দিতে কয়েকটি রাজ্য সরকার আংশিক বিধিনিষেধ, সপ্তাহান্তে লকডাউন এবং নাইট কারফিউ-এর মত পদক্ষেপ নিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশে। প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে জরিমানা দিতে হবে ১০০০ টাকা এবং দ্বিতীয়বার মাস্ক ছাড়া ধরা পড়লেই এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ১০ হাজার টাকা।শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে।মহারাষ্ট্রে ১৫ ই এপ্রিল থেকে কারফিউ ঘোষণা করা হয়েছে।দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ জারি করেছেন। শনি ও রবিবার রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ । পাশাপাশি, বন্ধ করে দেওয়া হবে স্পা, জিম, শপিং মল।