করোনা-রুখতে এবার আরও কড়া হল ভারতীয় রেল। রেল স্টেশন, ট্রেন অথবা স্টেশন চত্বরে কেউ যদি মাস্ক না পরেন তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে। শনিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। লোকাল ট্রেন হোক অথবা স্টেশন-বহু সময়েই দেখা যায় যাত্রীদের মুখে মাস্ক নেই। ট্রেনের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা! করোনাকে রুখতে মাস্কের প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা সম্পর্কে ট্রেনের কামরায় সবসময়ই প্রচার করা হয়। তাতেও হুঁশ ফিরছে না কারও।দেশজুড়ে এখন হু হু করে বেড়েই চলেছে করোনার প্রকোপ। সংক্রমণের পাশাপাশি মৃত্যু-মিছিল বাড়ছেই। এমতাবস্থায় করোনা-রুখতে এবার আরও কড়া হল ভারতীয় রেল। শনিবার রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রেল স্টেশন, ট্রেন অথবা স্টেশন চত্বরে কেউ যদি মাস্ক না পরেন তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে।
2021-04-17