জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি পাঁচ দিন পেরিয়ে গিয়েছে৷ চিকিৎসার অভাবে ভুক্তভোগী রাজ্যের সাধারণ মানুষ৷ জেলার বহু মানুষ একই রকম সমস্যায় ভুগছে৷ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এখনও পর্যন্ত আন্দোলন তুলে নেওয়ার কথা জানা যায়নি৷ অন্যদিকে প্রশাসনও তাদের পদক্ষেপে অনড়৷ সমাধান কিছুই হয়নি৷ বরং সমস্যা আরও জটিল হয়ে চলেছে৷
এমনই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে দিতে বিনীত অনুরোধ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এর আগেও তিনি ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু সুরাহা মেলেনি৷ তাই তিনি আবারও নিজের ফেসবুক দেওয়ালে ডাক্তারদের আন্দোলন তুলে নিতে অনুরোধ করলেন৷
শনিবার রাতে তিনি ডাক্তারদের উদ্দেশ্যে লেখেন, ‘‘আমার ছোট ছোট ভাই বোনেরা গত পাঁচ দিন ধরে তোমরা তোমাদের নিরাপত্তাজনিত কারণে হাসপাতাল প্রায় অবরুদ্ধ করে আন্দোলন করে চলেছো আমি এর মধ্যেই আগে তোমাদের আবেদন জানিয়ে ছিলাম সুষ্ঠুভাবে সমাধানের পথ খোঁজার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আবেদন জানিয়েছেন এবং তার সাথে সাথে যে কারণে তোমরা আন্দোলনে শামিল সেই বিষয়গুলি সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন এরপরে বাংলার অগণিত মানুষের আবেদন ও হাসপাতাল এ অজস্র মানুষের চিকিৎসার জন্য হন্যে হয়ে ঘুরে ও সুরাহা না হওয়ায় তারাও বিপুলভাবে মর্মাহত হচ্ছেন৷’’
তিনি আরও লেখেন, ‘‘আমার বিশ্বাস আপনারা সকলেই চেয়ে ছিলেন নিরাপত্তা দিতে হবে মুখ্যমন্ত্রী এলেন না তার থেকেও বড় কথা আপনাদের তোলা বা তোমাদের তোলা বিষয়গুলি সুনির্দিষ্ট সমাধান করলেন কিনা সেটাই বিচার্য বিষয় যখন সেই বিষয়গুলি সমাধান বেরিয়েছে তখন শুধুমাত্র অভিমান করে মানুষের কাছে থেকে দূরে চলে যেওনা আমাদের সকলেরই অনুরোধ তোমরা সম্মানের সাথে কাজে যোগ দাও সেটাই মানুষের আবেদন ও শুভেচ্ছা নিয়েই আগামী দিনের মানুষ সেবায় তোমরা বুটি হবে এ বিশ্বাস বাংলার সমস্ত মানুষেরই আছে বিষয়টি নিয়ে আর দড়ি টানাটানি করো না মানুষের পাশে দাঁড়াও৷’’