করোনা-আবহে চিন্তার কারণ হয়ে উঠেছে কুম্ভমেলা। উদ্বেগ বাড়িয়েছে কুম্ভের শাহি স্নান। করোনার বাড়বাড়ন্তের কারণে ‘প্রতীকী’ কুম্ভমেলা করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই অনুরোধকে সম্মানও জানিয়েছেন জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি। শনিবার স্বামী অবধেশানন্দ গিরির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী অবধেশানন্দ গিরিকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে ‘প্রতীকী’ হওয়া উচিত কুম্ভমেলা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “শনিবার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরিজির সঙ্গে ফোনে কথা বলেছি। সমস্ত সন্তদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছি। প্রশাসনকে সবরকম সহযোগিতা করছেন সন্তরা। সন্ত জগতের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আমি অনুরোধ করেছি, দু’টি শাহি স্নান সম্পন্ন হয়েছে, তাই করোনা সঙ্কটের প্রেক্ষিতে প্রতীকী হওয়া উচিত কুম্ভমেলা।”প্রধানমন্ত্রী অনুরোধকে সম্মান জানিয়েছেন আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর টুইট করে আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর অনুরোধকে আমরা সম্মান জানাই। কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে প্রচুর সংখ্যক মানুষ স্নান করতে না আসার জন্য ও নিয়ম মেনে চলার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি।”
2021-04-17