শনিবার রাজ্যে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। ৬ জেলার মোট ৪৫ টি আসনে এদিন চলছে ভোট গ্রহণ। ৬ টি জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও নদীয়া। পঞ্চম দফার ভোটের দিন ভোটারদের বিপুল পরিমাণে ভোট প্রয়োগের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন এক টুইট বার্তায় মোদী জানান, “পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।”
প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনিও রেকর্ড সংখ্যায় ভোটদানের আবেদন করেছেন। টুইট বার্তায় তিনি লেখেন, “আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।”
একই সঙ্গে বাংলার গৌরবকে উল্লেখ করে টুইটে শাহ লেখেন “আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
টুইট করেছেন রাজনাথ সিংও। তিনি লিখেছেন, “আজ পশ্চিমবঙ্গ নির্বাচনের পঞ্চম পর্বের ভোট গ্রহণ। সমস্ত যোগ্য ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করছি।”
উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নিরিখে যুযুধান দুই পক্ষ নিঃসন্দেহে বিজেপি ও তৃণমূল। এদিনকার নির্বাচন সেই হিসেবে দুই পক্ষের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ দক্ষিণবঙ্গে আজ যে যে জায়গায় ভোট সেখানে গত লোকসভার নিরিখে প্রায় সমান সমানে টক্কর দিয়েছে তৃণমূল-বিজেপি। ফলে আজকে মানুষ কার দিকে রায় দেয় তা নিঃসন্দেহে ২ মে গণনার দিন বড় প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে শনিবার সকাল ৯ টা অবধি বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যের ভোট মোটামুটি চলছে নির্বিঘ্নেই। ভোট দিতে বুথে বুথে লাইন দিয়েছেন ভোটাররা। করোনা বিধি মেনে চলছে ভোটগ্রহণ। চতুর্থ দফার বড়সড় অশান্তির পরে আজ অতিরিক্ত সতর্ক ইলেকশন কমিশনও।