করোনা আতঙ্কের মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় নির্বাচন নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকে কমিশন। সেই বৈঠকের পরই পঞ্চম দফার নির্বাচনের আগের রাতে একগুচ্ছ নতুন নিয়ম পালনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই নিয়ম অনুযায়ী পঞ্চম দফার পর অবশিষ্ট তিন দফার ভোটে ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধের নির্দেশ দিল কমিশন।
রাজনৈতিক দলগুলিকে যাবতীয় করোনাবিধি মেনে প্রচার করার নির্দেশ দিল কমিশন। নির্বাচন কমিশনের তরফে এদিন জানানো হয়, সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনও রাজনৈতিক প্রচার করা যাবে না। তাছাড়া নির্বাচনের আগে সাইলেন্স পিরিয়ড ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।
আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। এরপর বাকি রয়েছে আরও তিন দফার ভোট। এই পরিস্থিতিতে এদিনের সর্বদল বৈঠকে মূলত কোভিড প্রোটোকল মেনে নির্বাচনী প্রচার এবং জনসভা চালিয়ে যাওয়ার পক্ষে আলোচনা হয়। তবে তিন দফাকে মিলিয়ে এক দফায় ভোটগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।
এর আগে করোনার কথা মাথায় রেখে দ্রুত নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশনকে দফা সংযুক্তিকরণের আবেদন জানায় তৃণমূল। শেষ তিন দফার নির্বাচন (ষষ্ঠ দফা, সপ্তম দফা ও অষ্টম দফা) এক দিনে করা নিয়ে এরপরেই জল্পনা শুরু হয়। অন্যদিকে বিজেপির তরফে তিন দফাতেই ভোট করানোর জন্য আবেদন করা হয়েছিল। অবশ্য কমিশনে সর্বদল বৈঠক শেষে ভোটের দফা কমানোর এখনো পর্যন্ত কোনও সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।