পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। পঞ্চম দফায়, শনিবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের ৪৫টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটদান চলবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত। এই দফায় উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, নদিয়া ও পূর্ব বর্ধমান-এই ছ’টি জেলার ৪৫টি আসনে চলছে ভোটগ্রহণ। পঞ্চম দফায় ভোটদান চলছে উত্তর ২৪ পরগনার পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জে। দার্জিলিং জেলার দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়া। এছাড়াও কালিম্পংয়ের কালিম্পং। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল ও নাগরাকাটা। পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী ও হরিণঘাটা। এই দফাতেই ভোটগ্রহণ চলছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমরি ও বর্ধমান উত্তর বিধানসভা আসনে।
ভোটদান নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, পঞ্চম দফায় ছ’টি জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণের জন্য ১,০৭১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি করোনার বাড়বাড়ন্তের মধ্যে পঞ্চম দফার ভোট করানো নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট চ্যালেঞ্জও। করোনার থেকে বাঁচতে ভোটাররাও সকাল সকাল ভোট দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন। পঞ্চম দফায় ৩৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ১ কোটিরও বেশি ভোটার।
রেকর্ড ভোটদানে অনুরোধ মোদীর
পঞ্চম দফায় ৬টি জেলার ভোটারদের কাছে রেকর্ড পরিমানে ভোট দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেওয়ার আহ্বান জানাই। বিশেষত প্রথমবার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।”
পঞ্চম দফার ভোটে হেভিওয়েট থেকে তারকা প্রার্থীদের ছড়াছড়ি
পঞ্চম দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-ব্রাত্য বসু, মদন মিত্র, গৌতম দেব, সুজিত বসু, সব্যসাচী দত্ত, শমীক ভট্টাচার্য, শঙ্কর সিংহ, তাপস রায় ও সিদ্দিকুল্লা চৌধুরীর। এছাড়াও পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা হবে কয়েকজন তারকা প্রার্থীদেরও। তাঁদের মধ্যে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, অদিতি মুন্সি ও পার্নো মিত্র। তৃণমূলের ব্রাত্য বসুর ভাগ্যপরীক্ষা হবে দমদম আসনে, কামারহাটিতে ভাগ্যপরীক্ষা তৃণমূলের মদন মিত্রর, ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে শনিবার ভাগ্য নির্ধারণ হবে গৌতম দেবের। বিধাননগরে ভাগ্যপরীক্ষা হবে তৃণমূলের সুজিত বসুর, এই আসনে সুজিতের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। চিরঞ্জিতের ভাগ্যপরীক্ষা বারাসত বিধানসভা আসনে। বিজেপির শমীক ভট্টাচার্যের ভাগ্যপরীক্ষা রাজারহাট-গোপালপুর আসনে, এই আসনে শমীককে টেক্কা দেবেন তৃণমূলের অদিতি মুন্সি। বরাহনগরে তৃণমূলের তাপস রায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। মন্তেশ্বরে লড়ছেন তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরী।