অনেকবার গাদ্দারের গঞ্জনা শুনেছেন তিনি। এই প্রথম চাঁচাছোলা ভাষায় তাঁকে জবাব দিতে দেখা গেল। তিনি বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার যেখানে কর্মী সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গাদ্দার বলে আক্রমণ করেছিলেন, শনিবার সেই কাঁচরাপাড়ার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিলেন মুকুল।
প্রশ্ন তুলে দিলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি নিয়ে। তর্জনী উঁচিয়ে প্রাক্তন রেলমন্ত্রীর জবাব, “,বাংলার সব থেকে দুর্নীতিগ্রস্ত মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়l” একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড এবার বন্দোপাধ্যায় পরিবারের সম্পত্তি নিয়ে সরব হন।
তিনি বলেন, “হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একের পর এক বাড়ি দখল করে নিচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবার। মুখ্যমন্ত্রী যদি নিজে দুর্নীতি পরায়ন না হচ্ছেন তাহলে এগুলো হচ্ছে কি করে।” রাজ্যের সমস্ত দুর্নীতির জন্য তৃণমূল নেত্রীকেই কাঠগড়ায় দাঁড় করানো এই বিজেপি নেতা।
মুকুল রায়ের সিঙ্গুর আন্দোলনকে ভুল বলার জন্য তাঁকে আক্রমণ করূছিলেন মুখ্যমন্ত্রীর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছিলেন, “সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছেন মুকুল রায়।” এদিনের জনসভায় মুকুল বলেন, “কিছু অবোধ বালক বলছেন আমি নাকি সুপ্রিম কোর্টকে অসম্মান করেছি। সুপ্রিম কোর্ট বলেছে যে ভাবে বামফ্রন্ট জমি নিয়েছিল সেটা ঠিক ছিল না। সুপ্রিম কোর্ট কি বলেছে টাটাকে তাড়িয়ে দেওয়া ঠিক ছিল!”