দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর সৌজন্যেই দেশে ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়, স্বস্তির খবর হল, এ বছর বর্ষার পরিমাণ দেশে স্বাভাবিকই হবে। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এমনটাই জানিয়েছে। জুন থেকে সেপ্টেম্বর চার-মাস ব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিকের ৯৮ শতাংশ পর্যন্ত বৃষ্টি হতে পারে।ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানিয়েছেন, ওডিশা, ঝাড়খন্ড, পূর্ব উত্তর প্রদেশ ও অসমে স্বাভাবিকের থেকে একটু কম হবে বৃষ্টি। কিন্তু, দেশের বাকি অংশে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এম রাজীবন জানিয়েছেন, দেশের জন্য অত্যন্ত ভালো খবর। কৃষিতেও সহায়তা করবে বর্ষা। ভারতের বিপুল কৃষিক্ষেত্র নির্ভর করে থাকে বৃষ্টিপাতের উপর। গত দু’বছর ধরে দেশের বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকায় কৃষি অর্থনীতিকে কোনও বিপদের মুখে পড়তে হয়নি। এই বছরও সেই ধারাই বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। বিগত দু’টি বর্ষার মরশুমে স্বাভাবিকই বৃষ্টি হয়েছে দেশে।
2021-04-16