বিপজ্জনক করোনা, মুম্বইয়ে ৫ স্টার হোটেলে চলবে আক্রান্তদের চিকিৎসা

সারা দেশে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লি, মুম্বই সর্বত্র একই পরিস্থিতি। এহেন অবস্থায় একটি পাঁচ তারা হোটেলকে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলল শহর কর্তৃপক্ষ। অপেক্ষাকৃত কম ঝুকিপূর্ণ রোগীদের এই পাঁচ তারা হোটেলে চিকিৎসা চলবে।

জানা গিয়েছে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালগুলি চার ও পাঁচতারা হোটেলগুলির সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জোট বাঁধছে। যে সব রোগীদের অবস্থা গুরুতর নয় সেই রোগীদের এই ধরণের হোটেলগুলিতে এনে রাখা হতে পারে। সেক্ষেত্রে বেড সংকুলান সমস্যার থেকে মুক্তি মেলা সম্ভব।

উল্লেখ্য, সারা দেশে সংক্রমণ ছড়াচ্ছে বিদ্যুৎগতিতে। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষেরও বেশি। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে হাজার ৩৮ জনের। পরিসংখ্যান বলছে দেশে বুধবার করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩৯ জন। অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৩ হাজার ৫২৮ জন।

দেশে নতুন করোনা সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জনের। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৫৬৪ জন। দেশে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জনে এসে দাঁড়িয়েছে। করোনার ভয়াল থাবায় এখন অবধি মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জনের।

সারা দেশেই করোনার চিত্রটা গড়পড়তা একই রকমের। এরমধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি সহ মোট ১০ টি রাজ্যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজধানী দিল্লিতেও অবস্থা অত্যন্ত খারাপ। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটে প্রতিদিনকার শেষকৃত্যের সংখ্যা ১৫ থেকে একবারে দ্বিগুণ হয়ে ৩০ এ এসে পৌঁছেছে। হাসপাতালে লাইন, শেষকৃত্যে লাইন-করোনায় কাবু দেশ।

ছত্তিশগড় থেকে তো রীতিমতো হাড়হিম করা ছবি সামনে এসেছে। ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে দেখা গেল করোনায় মৃত ব্যক্তিদের দেহ বহন করা হচ্ছে আবর্জনার ভ্যানে করে! একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, পিপিই কিটসে মোড়া স্যানিটেশন কর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের দেহ শেষকৃত্যস্থলে নিয়ে যাওয়ার জন্য ভ্যানের পিছনে ডাই করে তুলছে! পরিসংখ্যান বলছে দেশের যে ১০ টি রাজ্যে মারাত্মক ভাবে করোনা ছড়িয়ে পড়েছে তার মধ্যে রয়েছে ছত্তিশগড়ও। ফলে ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃতের সংখ্যার জেরে ছত্তিশগড়ের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছে।

একাধিক রাজ্যে হাসপাতালে বেড নিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে। অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারছেন না। করোনা তাণ্ডব চলছে দেশজুড়ে। মৃত্যুহারও বেড়েছে। পরিস্থিতি সঙ্গীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.