সাক্ষতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শনিবার তাঁকে চিঠি লিখে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের সচিবালয় থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছে। চিঠিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী লিখেছেন, “উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। এই বিষয়টিও তাঁকে যথেষ্ট দুঃখ দিয়েছে।”
প্রসঙ্গত, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। যেই কারণে, তিনি কথা বলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হবু চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ে করে রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা সুষ্ঠু করে তোলার পরামর্শ দিয়ে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্ব পালন করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, এনআরএস হাসপাতালে ডাক্তার নিগ্রহকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাতে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে তিনি যে দুঃখ পেয়েছেন তা উল্লেখ করে তাঁকে চিঠি লিখেছেন রাজ্যপাল। রাজভবন ওই বিবৃতির প্রকাশের নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি নিয়ে প্রশ্ন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে গোটা পরিস্থিতি বোঝানো হয়েছে এবং তিনি তা বুঝতে পেরেছেন।”