বিপদ বাড়াচ্ছে করোনা, দেশজুড়ে লকডাউন নয়, জানালেন সীতারমন

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। মাত্রাছাড়া সংক্রমণে দিশেহারা দশা একাধিক রাজ্যের। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সংক্রমণে লাগাম টানতে এখনই দেশজুড়ে লকডাউনের ভাবনা নেই কেন্দ্রীয় সরকারের। বরং সংক্রমণপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে স্থানীয়ভাবে কন্টেনমেন্ট জোন তৈরির উপরই বিশেষভাবে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

ইতিমধ্যেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে একাধিক রাজ্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। দেশের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে জারি ১৪৪ ধারা। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, লকডাউনে সায় নেই প্রশাসনের। তবে করোনা পরিস্থিতি বিচার করে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে মহারাষ্ট্রের বাসিন্দাদের। বুধবার রাত আটটা থেকে জারি করা হবে ১৪৪ ধারা। ১৫ মে পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে এক জায়গায় পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। যে কোনও হোটেল বা দোকান থেকে জিনিস কিনে আনা যাবে সকাল সাতটা থেকে রাত আটটার মধ্যে।

সংক্রমণের শিখরে দিল্লি। রাজধানীতে করোনার সংক্রমণ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার। দিল্লিজুড়ে হু হু করে বড়ছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় দিশেহারা দশা কেজরিওয়াল সরকারের। এখনও পর্যন্ত এটাই দিল্লিতে করোনার দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। ভোটের বাংলাতেও কাঁপুনি ধরাচ্ছে করোনা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা রাজ্যের মধ্যে করোনা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে শহর কলকাতায়। পরিস্থিতি মোকাবিলায় ফের মাইক্রো কন্টেনমেন্ট জোন (Micro containment zones), সেফ হোম (safe homes) ফিরছে শহরে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী কলকাতার আবাসনগুলিতেই সবেচেয়ে বেশি করোনা ছড়াচ্ছে।

দেশজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালালেও এখনও বড়সড় লকডাউনের পথে হাঁটবে না কেন্দ্রীয় সরকার। একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ‘‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তবে এখনই বড়সড় ভাবে লকডাউন জারি হবে না। অর্থনীতি পুরোপুরি থমকে যাক, এটা আমরা চাই না। করোনা আক্রান্ত বা যাঁরা কোয়ারেন্টিনে রয়েছেন, তাঁদের আইসোলেশন করে রাখা হবে। স্থানীয়ভাবে এর মোকাবিলা করা হবে। দেশে লকডাউন জারি করা হবে না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.