উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেকে নিভৃতবাসে পাঠালেন। মঙ্গলবার নিজের টুইটার লিখেছেন, তাঁর দফতরের বেশকয়েকজন আধিকারিকের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ায় তিনি নিজেকে নিভৃতবাসে নিয়ে গেলেন। কেননা “আমি তাঁদের সংস্পর্শে ছিলাম। তার ফলে আগাম সর্তকতা নেওয়ার জন্যই সেল্ফ আইসোলেশনে থেকে ভার্চুয়ালি সরকারি কাজ করব” বলে টুইটারে তিনি জানান। প্রসঙ্গত উত্তরপ্রদেশ সরকার নবরাত্রি এবং রমজানে উৎসব পালনের জন্য আগাম সর্তকতা নেওয়ার জন্য সরকারিভাবে ঘোষণা করেছে, ধর্মীয় স্থানে একসাথে ৫ জনের বেশি যাতে জমায়েত না হয়।
2021-04-14